ইতিহাসের এই দিনে
সুইস আল্পস জয় করলেন তাঁরা তিনজন
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১১ আগস্ট। চলুন দেখি বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
সুইজারল্যান্ডের পর্বতারোহী ক্রিস্টিয়ান আলমার, পিটার বোহরেন এবং আয়ারল্যান্ডসের চার্লস ব্যারিংটন প্রথমবারের মতো সুইস আল্পস জয় করেন। সময়টা ১৮৫৮ সালের ১১ আগস্ট। তাঁরা বরফাচ্ছাদিত আল্পস পর্বতমালার ৩ হাজার ৯৬৭ মিটার বা প্রায় ১৩ হাজার ১৫ ফুট ওপরে ওঠেন।
ভোটাধিকার পান জার্মানরা
সময়টা ১৯১৯ সালের ১১ আগস্ট। জার্মানির প্রথম প্রেসিডেন্ট ফ্রেডরিক এবার্ট দেশটিতে নতুন নিয়ম চালু করেন। এদিন তিনি ওয়েমার সংবিধানকে আইনে রূপ দেন। এর ফলে জার্মানিতে সংসদীয় গণতন্ত্র চালু হয়। ভোটাধিকার পান জার্মানির সব নাগরিক। দেশ পরিচালনার জন্য নির্বাচনে বেছে নিতে পারেন নিজেদের পছন্দের প্রার্থী।
৩৫ কোটি মানুষ দেখে সূর্যগ্রহণ
১৯৯৯ সালের ১১ আগস্ট, বিরল এক মুহূর্তের সাক্ষী হয় বিশ্ববাসী। এদিন ২ মিনিট ২৩ সেকেন্ড স্থায়ী হয় পূর্ণ সূর্যগ্রহণ। বিশ্বের ৩৫ কোটি মানুষ এই সূর্যগ্রহণ দেখে। ২০ শতকের শেষ পূর্ণ সূর্যগ্রহণ ছিল এটা।
ভিয়োলা দাভিসের জন্ম
কৃষ্ণাঙ্গ আমেরিকান অভিনয়শিল্পী ভিয়োলা দাভিস। একাধারে টনি অ্যাওয়ার্ড, এমি অ্যাওয়ার্ড ও অস্কার জেতার অনন্য রেকর্ড রয়েছে তাঁর দখলে। এই তিন অ্যাওয়ার্ড জেতা প্রথম কৃষ্ণাঙ্গ অভিনয়শিল্পী তিনি। টিভি ও সিনেমা—দুই মাধ্যমে তুমুল জনপ্রিয় ছিলেন দাভিস। আজ তাঁর জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্ম নিয়েছিলেন।