৫ বছরে দুইবার ভয়াবহ বন্দুক হামলার সাক্ষী টেক্সাসের যে হাসপাতাল
টেক্সাসের রব এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর হামলায় আহত শিশুদের কাউকে কাউকে চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানকার স্যান অ্যান্টোনিওর ইউনিভার্সিটি হাসপাতালে। শারীরিক ক্ষত সারানোর পাশাপাশি মানসিক উদ্বেগ কাটানোরও চেষ্টা চলছে এখানে। গত পাঁচ বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমন ভয়াবহ বন্দুক হামলাজনিত ঘটনার সাক্ষী হয়েছে হাসপাতালটি।
হাসপাতালটিতে শিশুর ট্রমাবিষয়ক বিভাগের পরিচালক হিসেবে নিয়োজিত আছেন চিকিৎসক লিলিয়ান লিয়াও। স্থানীয় সময় বৃহস্পতিবার জুমে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।
লিলিয়ান লিয়াও বলেন, ‘আপনারা জানেন, এটি খানিকটা উদ্বেগের। আপনারা এমন এক ট্রমা সেন্টারের কথা বলছেন যেটি গত ৫ বছরে এমন দুটো ঘটনা দেখেছে।’
দুই সন্তানের মা লিয়াওর তথ্যমতে, টেক্সাসের স্কুলে হামলার ঘটনায় আহত ৯ বছর বয়সী এক শিশু ও ১০ বছর বয়সী দুই শিশুকে ওই ট্রমা সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, এক শিশুর অবস্থা গুরুতর। তবে তাঁর অবস্থা স্থিতিশীল আছে। আহত অপর দুই শিশুর অবস্থাও স্থিতিশীল। তবে হাসপাতাল থেকে ছাড়া পেতে তাদের কয়েক দিন অথবা এক মাসও লেগে যেতে পারে।
লিয়াও বলেন, ‘দুর্ভাগ্য বা সৌভাগ্য যা–ই বলি না কেন কাজটি সত্যিকার অর্থে চ্যালেঞ্জের। কারণ, ২০১৭ সালে সাদারল্যান্ড স্প্রিংস-এ হামলার সময়ের অভিজ্ঞতা আমাদের আছে। বহু মানুষ হতাহত হওয়ার ঘটনাটি নিয়ে আমাদের অভিজ্ঞতা আছে। আমরা বুঝি, শুধু আহত শিশুদের চিকিৎসা দিলেই সব কাজ হয়ে যায় না। এ ধরনের ঘটনা ভুক্তভোগীদের ওপর মানসিক-সামাজিক প্রভাব ফেলে।’
২০১৭ সালের ৫ নভেম্বর স্ত্রী ও সৎ ছেলেকে মারধরের অভিযোগে মার্কিন বিমানবাহিনী থেকে এক ব্যক্তিকে বের করে দেওয়া হয়েছিল। ওই ব্যক্তি সাদারল্যান্ড স্প্রিংসের একটি গির্জায় হামলা চালিয়ে ২৬ জনকে গুলি করে হত্যা করেন। এরপর আত্মহত্যা করেন তিনি।
লিয়াও বলেন, ২০২০ সালে মহামারি শুরু হওয়ার পর থেকে আগ্নেয়াস্ত্রজনিত কারণে মানুষের আহত হওয়ার সংখ্যা বাড়তে দেখা গেছে। শুধু বন্দুক সহিংসতাই নয়, বরং বন্দুকজনিত বিভিন্ন দুর্ঘটনাও এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে। নিরাপদে অস্ত্র মজুত রেখে কিংবা বন্দুকে তালার ব্যবস্থা রেখে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যেত।
লিয়াও আরও বলেন, প্রতিবছর যত মানুষ আহত হয়, তার প্রায় ১০ শতাংশ আগ্নেয়াস্ত্রজনিত কারণে হয়ে থাকে। গত কয়েক বছরে এ সংখ্যা ক্রমাগত বাড়তে দেখা গেছে।
গত মঙ্গলবার টেক্সাসের স্কুলে হামলার ঘটনাটি যুক্তরাষ্ট্রে প্রায় এক দশকের মধ্যে ঘটা সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি। এদিন ১৮ বছর বয়সী বন্দুকধারী সালভাদর রামোস প্রথমে নিজের দাদিকে গুলি করে। এরপর একটি গাড়ি নিয়ে রব এলিমেন্টারি স্কুলের দিকে রওনা করেন তিনি। ওই স্কুলে ২১ জনকে গুলি করে হত্যা করেন রামোস। পরে পুলিশের গুলিতে তিনি নিহত হন। এ ঘটনায় বন্দুকধারীর দাদিসহ ১৭ জন আহত হয়েছেন।