হাইতিতে অপহৃত মার্কিন মিশনারিদের হত্যার হুমকি
সম্প্রতি হাইতিতে সপরিবারে অপহৃত ১৭ মার্কিন ও কানাডীয় মিশনারিকে হত্যার হুমকি দিয়েছেন অপহরণকারী চক্রের নেতা। ওই নেতা বলেছেন, দাবি পূরণ করা না হলে তাঁদের মেরে ফেলা হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিওতে এই হুমকি দেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের।
হাইতির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ভিডিওতে যাঁকে দেখা গেছে, তিনি উইলসন জোসেফ। ল্যানম সানজৌ কিংবা ‘ডেথ উইথআউট ডেইজ’ ছদ্মনামেও তিনি পরিচিত। পুলিশের হাতে নিহত অপহরণ চক্রের সদস্যদের শেষকৃত্যে অংশ নিয়ে সেখান থেকে গত বুধবার তিনি অপহৃত ব্যক্তিদের হত্যার এই হুমকি দেন।
অপহৃত মিশনারি দলের মধ্যে ১৬ জন যুক্তরাষ্ট্রের ও ১ জন কানাডার নাগরিক। এর মধ্যে ছয়জন নারী ও পাঁচ শিশু রয়েছে। এক শিশুর বয়স মাত্র আট মাস। স্থানীয় সময় গত শনিবার গাড়িতে করে যাওয়ার সময় হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্স থেকে আট মাইল উত্তর-পূর্বে কোইস্ক-ডি-বাকেটস এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়।
অপহরণের সঙ্গে জড়িত ওই অপরাধী চক্রের নাম ‘৪০০ মাওউজো’। এর আগে অপহৃত ব্যক্তিদের মুক্তি দিতে অপরাধী চক্রটি জনপ্রতি ১০ লাখ মার্কিন ডলার দাবি করে। অপরাধী চক্রটির পক্ষ থেকে এমন দাবির কথা গত বুধবার নিশ্চিত করেছিলেন হাইতির স্বরাষ্ট্র ও বিচারবিষয়ক মন্ত্রী লিস্ট কুইটেল।
মন্ত্রী লিস্ট কুইটেল ওই দিন আরও জানিয়েছিলেন, মিশনারিদের মুক্তির ব্যাপারে অপহরণকারীদের সঙ্গে কথাবার্তা চলছে। অপহরণকারীরা গত শনিবার অলাভজনক সংগঠন ‘ক্রিশ্চিয়ান এইড মিনিস্ট্রিজ’–তে ফোন করে মুক্তিপণের বিষয়ে জানিয়েছিল।
ক্রিশ্চিয়ান এইড মিনিস্ট্রিজের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার বলা হয়েছে, ‘আমাদের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা বিপন্ন হবে না—এমনটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা অপহৃত ব্যক্তিদের বিষয়ে প্রকাশিত ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য করব না।’