স্বাস্থ্যবিমা গ্রহণের সময়সীমা বাড়ল
নিউইয়র্ক বাসিন্দাদের স্বাস্থ্যবিমা গ্রহণের জন্য অতিরিক্ত এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ২০২০ সালে স্বাস্থ্যবিমা কর্মসূচিতে তালিকাভুক্তির নতুন সময়সীমা ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
এ বছর স্বাস্থ্যবিমা কভারেজের জন্য ৪৮ লাখেরও বেশি নিউইয়র্কার সাইনআপ করেছেন। এদের বেশির ভাগই দরিদ্র ও প্রতিবন্ধীদের জন্য রাষ্ট্রীয় স্বাস্থ্যবিমা প্রোগ্রাম মেডিকেইড-এ অন্তর্ভুক্ত। এরই মধ্যে নিউইয়র্কের ২ লাখ ৫৯ হাজারের বেশি বাসিন্দা বেসরকারি স্বাস্থ্য পরিকল্পনার সঙ্গে যুক্ত। এদের মধ্যে প্রায় ৬০ শতাংশ ট্যাক্স ক্রেডিট পেয়ে থাকেন, যা বিমা প্রিমিয়ামের ব্যয় কমিয়ে দেয়।
স্বাস্থ্যবিমা গ্রাহকেরা বর্ধিত সময়ের মধ্যে অনলাইনে অথবা রাষ্ট্রীয় বিমা সংস্থায় (১-৮৫৫-৩৫৫-৫৭৭৭) কল করে নাম নথিভুক্ত করতে পারবেন।