২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

স্ট্যাটেন আইল্যান্ডে গাড়িচালককে গুলি

স্ট্যাটেন আইল্যান্ডের ডেকলব ও টার্গি স্ট্রিট ইন্টারসেকশন। ছবি: সংগৃহীত
স্ট্যাটেন আইল্যান্ডের ডেকলব ও টার্গি স্ট্রিট ইন্টারসেকশন। ছবি: সংগৃহীত

নিউইয়র্ক নগরীর স্ট্যাটেন আইল্যান্ডে কথা-কাটাকাটির জের ধরে এক গাড়িচালককে আরেকটি গাড়ির চালক একাধিক গুলি করেছেন। এতে একজন চালক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। ২১ জুন ভোরে ডেকলব ও টার্গি স্ট্রিট–সংলগ্ন মোড়ের কাছে এ ঘটনা ঘটে।

নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) জানিয়েছে, ২১ জুন রাত আড়াইটার দিকে ডেকলব ও টার্গি স্ট্রিট–সংলগ্ন মোড়ের কাছ থেকে একটি গাড়ি আরেকটি গাড়িকে অনুসরণ করতে থাকে। এ নিয়ে একসময় ওই দুই গাড়ির চালকের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধূসর রঙের সিডান গাড়ির চালক অন্য গাড়ির ২৪ বছর বয়সী চালককে লক্ষ্য একাধিক গুলি করেন। এতে ওই চালক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে দ্রুত ব্রাইটনের রিচমন্ড ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়। সন্দেহভাজন ওই চালককে অপরাধী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।