সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালন
নিউইয়র্কে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা।
১৪ জুলাই বিকেল ৫টায় জ্যাকসন হাইটসের একটি ভেন্যুতে এ উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে সংগঠনটি। সভায় সংগঠনের সব নেতা উপস্থিত থেকে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া ও মিলাদ মাহফিল এবং সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি মুহাম্মদ ইসমাঈল। এ সময় সংগঠনের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সাবেক সংসদ সদস্য লিয়াকত আলী, সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সহসভাপতি ও কেন্দ্রীয় সদস্য হারিস আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ বারী, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মো. লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল করিম, নিউইয়র্ক সিটি জাপার সভাপতি শুভংকর গাঙ্গুলি, জাপার যুববিষয়ক সম্পাদক আবদুল তালেব, জাপার ধর্মবিষয়ক সম্পাদক মো. মুসলিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘পল্লিবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নে রাজনীতি করেছিলেন। গ্রাম বাংলার উন্নয়নের মহানায়কের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে।’