সাউথ জার্সি জালালাবাদের ইফতার ২৯ মে
নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ২৯ মে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশি আমেরিকান পরিচালিত ২৪২৬, আটলান্টিক অ্যাভিনিউয়ে অবস্থিত মসজিদ আলহেরায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
জালালাবাদ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. আলী ও সাধারণ সম্পাদক মো. সোহেল আহমেদ বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের প্রবাসীদের সপরিবারে ইফতার মাহফিলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।