শ্রীমতি কমলা দত্ত আর নেই
মিশিগান অঙ্গরাজ্যের ট্রয় সিটির বাসিন্দা শ্রীমতি কমলা দত্ত আর নেই। ৯৪ বছর বয়সে ৮ মে সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি পরলোক গমন করেন। তিনি বেশ কিছুদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এ কারণে তাঁকে ডেট্রয়েট রিসিভিং হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তমলা দত্ত দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কমলা দত্ত বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের প্রয়াত উমাপদ দত্তের স্ত্রী। তাঁর পৈত্রিক নিবাস মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কলাগ্রাম (মুন্সিবাজার) গ্রামে। ১৯৪৬ সালে কমলা দত্ত মেট্রিকুলেশন পাস করেন। পরে একটি স্কুলে দীর্ঘ দিন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।
কমলা দত্তের বড় ছেলে উৎপল দত্ত মিশিগান রাজ্যের একটি ইউনির্ভাসিটির অধ্যাপক। তিনি ট্রয় সিটির বাসিন্দা। অপর ছেলে পেশায় প্রকৌশলী উত্তম দত্ত স্টার্লিং হাইটস সিটির বাসিন্দা।