শ্রমিকদের ন্যায্য বেতন ভাতা দেওয়া হোক
জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার নেতা–কর্মীরা বলেছেন, মহান মে দিবসের আর্দশে অনুপ্রাণিত হয়ে দেশের ১৬ কোটি আপামর মেহনতি ও শ্রমজীবী জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করলে কষ্ট দূর হবে। এখনো শ্রমিকের দাবি পূরণ হয়নি। মালিক পক্ষ কীভাবে শ্রমিকের বেতন ভাতা কম দিয়ে কাজ করাবে সেই চেষ্টায় থাকেন। রাজনৈতিক নেতার হাতে আজ দেশের সব শ্রমিক বন্দী।আজ আমরা দাবি করছি, শ্রমিকের ন্যায্য বেতন ভাতা দেওয়া হোক।
৪ মে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে মহান মে দিবসের আলোচনা সভায় নেতা–কর্মীরা এসব কথা বলেন। সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টের মিলনাতনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবদুর রহমান। সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর উপস্থাপনায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, সিনিয়র সহসভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহসভাপতি ও কেন্দ্রীয় সদস্য হারিস উদ্দিন আহমেদ, সহসভাপতি তোফাইল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ বারী টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোহা. লুৎফুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মোহসিন, যুগ্ম প্রচার সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, মহিলা সম্পাদক জেসমিন আকতার চৌধুরী, যুববিষয়ক সম্পাদক শফিউল আলম, জাতীয় যুব সংহতির ইব্রাহিম আলী, সভানেত্রী নার্গিস রহমান, জাতীয় শ্রমিক আবিদুর রহমান, নিউইয়র্ক স্টেট কমিটির সভাপতি মোহাম্মদ হানিফ, নিউইয়র্ক সিটি কমিটির সভাপতি শুভঙ্কর গাঙ্গুলী প্রমুখ।
শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরকে নিয়োগ দেওয়ায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।