শিক্ষিকাকে বাঁচানোর চেষ্টা করেছিল ১০ বছরের শিশু

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে রব এলিমেন্টারি স্কুলে গত ২৪ মে হামলা চালান সালভাদর রামোস নামের এক বন্দুকধারী
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে রব এলিমেন্টারি স্কুলে হামলায় আহত একজন শিক্ষিকাকে বাঁচানোর চেষ্টা করেছিল ১০ বছর বয়সী এক শিক্ষার্থী। দেশটির জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে সহায়তা চেয়েছিল সে। সম্প্রতি ওই ফোনকলের কথোপকথন সামনে এসেছে।

নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ক্লোই তোরেস নামের ওই শিক্ষার্থী জরুরি নম্বরে ফোন করে বলে, ‘এখানে অনেকে মারা গেছে। আমি মরতে চাই না। আমার শিক্ষিকা মারা গেছেন।’ পরপরই সে আবার বলে, ‘আপনারা আমার শিক্ষিকার জন্য সাহায্য পাঠান। তাঁর শরীরে গুলি লেগেছে, কিন্তু এখনো বেঁচে আছেন।’  

টেক্সাসের উভালদে শহরের ওই স্কুলে গত ২৪ মে হামলা চালান সালভাদর রামোস নামের এক বন্দুকধারী। ১৮ বছর বয়সী রামোস উভালদেরই বাসিন্দা। ওই ঘটনায় ২১ জন নিহত হয়। তাদের ১৯ জন স্কুলটির শিক্ষার্থী। একে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম নৃশংস বন্দুক হামলা বলে আখ্যায়িত করা হয়েছে।

রব এলিমেন্টারি স্কুলের ওই শিক্ষার্থী ফোনে সহায়তা চেয়েছিল দুপুর ১২টা ১০ মিনিটে।

এর ৩৭ মিনিট আগে সেখানে হামলা চালান সালভাদর রামোস। আর ফোনকলের ৪০ মিনিট পর স্কুলের ওই শ্রেণিকক্ষে পৌঁছায় পুলিশ। তারপর বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়।

আরও পড়ুন

এদিকে স্কুলে হামলার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে পুলিশ। অভিযোগ উঠেছে, পুলিশ সদস্যরা স্কুলে পৌঁছে শ্রেণিকক্ষের ভেতরে গুলির শব্দ শুনতে পেয়েছিলেন। এ ছাড়া ক্লোই তোরেসসহ আরেক শিক্ষার্থী ৯১১-এ ফোন করে সহায়তা চেয়েছিল। এরপরও হামলাকারীকে থামাতে প্রথম দিকে শ্রেণিকক্ষের ভেতরে প্রবেশ করেনি পুলিশ।

আরও পড়ুন

তবে টেক্সাস পুলিশ ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলছে, গুলির ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদ না করে এবং ঘটনাস্থলের ভিডিওসহ অন্যান্য তথ্য যাচাই না করে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না তারা।