যুদ্ধজাহাজডুবি কৃষ্ণসাগরে রুশ নৌশক্তির জন্য বড় ধাক্কা: পেন্টাগন

সোভিয়েত আমলের যুদ্ধজাহাজ মস্কভা ১৯৮৩ সালে কমিশন লাভ করেফাইল ছবি: রয়টার্স

রুশ যুদ্ধজাহাজ মস্কভা ডুবির ঘটনা কৃষ্ণসাগরে দেশটির নৌশক্তির জন্য একটি বড় ধাক্কা বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরের গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ মস্কভা গতকাল বৃহস্পতিবার ডুবে যায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানায়।

মিসাইল ক্রুজার মস্কভা গত বুধবার বিস্ফোরণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, আগুন থেকে মস্কভা মিসাইল ক্রুজারে থাকা গোলাবারুদের বিস্ফোরণ ঘটে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ইউক্রেন দাবি করে, তারা রুশ যুদ্ধজাহাজটিতে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।

গতকাল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার পর যুদ্ধজাহাজটিকে টেনে বন্দরের দিকে নেওয়া হচ্ছিল। এ সময় সমুদ্রের ঝোড়ো আবহাওয়ার মধ্যে পড়ে যুদ্ধজাহাজটি ডুবে যায়।

রুশ যুদ্ধজাহাজ ডুবে যাওয়া নিয়ে গতকাল কথা বলেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি। তিনি সিএনএনকে বলেন, রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরের জন্য এটা একটা বড় ধাক্কা। কৃষ্ণসাগরে রাশিয়ার নৌ-আধিপত্য বজায় রাখার প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এই যুদ্ধজাহাজ।

জন কিরবি বলেন, তাদের (রাশিয়া) সামর্থ্যের ওপর এর প্রভাব পড়তে যাচ্ছে।
রুশ যুদ্ধজাহাজটির এই পরিণতির সঠিক কারণ যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি বলে জানান জন কিরবি।

পেন্টাগনের মুখপাত্র বলেন, ইউক্রেনের দাবি নাকচ করে দেওয়ার মতো অবস্থানে তাঁরা নেই। নেপচুন ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন এই যুদ্ধজাহাজে হামলা চালিয়ে থাকতে পারে। এটা সম্ভব।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, যেভাবে ঘটনাটি সামনে এল, তাতে নিশ্চিতভাবে এটা রাশিয়ার জন্য একটা বড় ধাক্কা।

৫১০ নাবিকের মিসাইল ক্রুজার মস্কভাকে রাশিয়ার সামরিক বাহিনীর শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

আরও পড়ুন

ইউক্রেন যুদ্ধে রুশ নৌবাহিনীর নেতৃত্ব দিচ্ছিল এই যুদ্ধজাহাজ। ১৮৬ দশমিক ৪ মিটার দীর্ঘ যুদ্ধজাহাজটির গতি ছিল ঘণ্টায় ৩২ নটিক্যাল মাইল বা ৫৯ কিলোমিটার।
সোভিয়েত আমলের যুদ্ধজাহাজ মস্কভা ১৯৮৩ সালে কমিশন লাভ করে।

যুদ্ধজাহাজটি ৭০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম ১৬টি ভুলকান ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত ছিল। এ ছাড়া মস্কভায় সাবমেরিন বিধ্বংসী ও মাইন-টর্পেডো অস্ত্র ছিল।

যদি ইউক্রেনের দাবি সত্য হয়, তাহলে ১২ হাজার ৪৯০ টনের মস্কভা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শত্রুপক্ষের হামলায় ডুবে যাওয়া সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। সিরিয়া যুদ্ধেও মিসাইল ক্রুজারটি মোতায়েন করা হয়েছিল।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরু হয়। চলমান যুদ্ধে গত মাসে রাশিয়ার ল্যান্ডিং সাপোর্ট জাহাজ সারাতোভ ধ্বংস করে দেওয়ার দাবি করেছিল ইউক্রেন।

আরও পড়ুন