মোহাম্মদ আলীকে বহিষ্কারের প্রতিবাদে আ.লীগের সভা

সভায় আ.লীগের নেতাকর্মীরা

যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের পরিবারের উদ্যোগে ১৪ সেপ্টেম্বর বিকেলে নিউইয়র্ক নগরের জ্যাকসন হাইটসের ঢাকা ড্রাইভিং স্কুলে দলের সাবেক দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. আলী সিদ্দিকীকে বেআইনিভাবে বহিষ্কার আদেশের বিরুদ্ধে প্রতিবাদ সভা হয়েছে।

সভায় বক্তারা সাবেক সভাপতি ড. সিদ্দিকুর রহমানের এই অবৈধ বহিষ্কারের তীব্র নিন্দা, ক্ষোভ প্রতিবাদ জানান। সভায় সিদ্ধান্ত হয়, ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রের মূলহোতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত অভিযোগ পাঠানো হবে। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর অবৈধ বহিষ্কারাদেশের বিরুদ্ধে নানা কর্মসূচি পালনেরও সিদ্ধান্ত হয় সভায়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা মেজবাহ উদ্দিন আহমেদ, সভা পরিচালনা করেন কায়কোবাদ খান। সভায় উপস্থিত সদস্যদের মধ্যে বক্তৃতা করেন ড. প্রদীপ কর, ফারুক হুসাইন, কৃষিবিদ মকবুল হোসেন তালুকদার, শওকত আকবর, মিজান চৌধুরী, সাংবাদিক হাকিকুল ইসলাম, মো. আলী সিদ্দিকী, শাহ মো. বখতিয়ার আলী, ফরিদ আলম, শরীফ কামরুল আলম, ইলিয়ার রহমান, সাখাওয়াত হোসেন, আক্তার হোসেন, জালাল উদ্দিন, মোল্লা মাসুদ, সাদেকুল বদরুজজামান, রুমানা আখতার, অধ্যাপিকা শাহনাজ মমতাজ, আতাউর রহমান তালুকদার, মনজুর চৌধুরী, শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, নাদের আলী, মিজানুল হাসান, মোল্লা দেলওয়ার হোসেন, কাজী সাইদুর রহমান, কাশেম ভূঁইয়া, মুনশি বশির উদ্দীন প্রমুখ।