মিশিগানে রামকৃষ্ণ সেবাশ্রমের যাত্রা
মিশিগানের ওয়ারেন সিটিতে ‘রামকৃষ্ণ সেবাশ্রম’ মন্দিরের কার্যক্রম শুরু হয়েছে। ওয়ারেন সিটির ৩৫৬০ ইস্ট নাইন মাইল রোডে ১০ ফেব্রুয়ারি সকালে পূজার মাধ্যমে মন্দিরের কার্যক্রম উদ্বোধন করা হয়।
পূজার মাধ্যমে মন্দির উদ্বোধনের পর পুষ্পাঞ্জলি, যজ্ঞ ও প্রসাদ বিতরণ করা হয়। কর্মসূচিতে ছিল রামকৃষ্ণ পরমহংস দেবের কথামৃত পাঠ, মা সারদা দেবী কথামৃত পাঠ, স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ, কীর্তন ও ভজন। এদিন বৃহত্তর মিশিগানের বিভিন্ন স্থান থেকে ভক্তরা এসে মন্দিরে সমবেত হন।
রামকৃষ্ণ মিশনের শিষ্যরা দীর্ঘ দিন ধরে মিশিগানে একটি মন্দির প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন। ক্যালিফোর্নিয়ার বিবেকানন্দ বেদান্ত সোসাইটির প্রয়াত অধ্যক্ষ স্বামী স্বাহানন্দ মহারাজ আশ্রমটি প্রতিষ্ঠার জন্য ৫০ হাজার ডলার দান করেছিলেন।
মন্দিরের সদস্য সুভাষ চক্রবর্তী জানান, শিকাগো আশ্রমের মহারাজের সার্বিক তত্ত্বাবধানে মন্দিরটি পরিচালিত হবে।
আগামী জুনে মহারাজের উপস্থিতিতে গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠিত হবে। আর প্রতিদিন দুপুরে ভক্তদের জন্য মন্দির খোলা থাকবে।