সংবাদপত্রশিল্পে দ্রুত পরিবর্তন ঘটছে। আমাদের নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এ পরিবর্তন যেমন পাঠকদের বদলে দিয়েছে, তেমনি আমাদেরও বদলে দিচ্ছে। মানুষ এখন বেশি করে নিজেদের আনন্দ–বেদনা, সংগ্রাম ও সাফল্যের কথা দেখতে চায়, শুনতে চায়। সংবাদপত্রকে মানুষের এ চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। প্রথম আলো উত্তর আমেরিকাকে সময়ের এ পরিবর্তনকে ধারণ করেই এগিয়ে যেতে হবে সাফল্যের পথে।
প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের সহকর্মীদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
২৯ মে জ্যাকসন হাইটসে প্রথম আলো উত্তর আমেরিকা অফিসসংলগ্ন একটি রেস্তোরাঁয় এ বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী।
সংবাদপত্রশিল্পের আন্তর্জাতিক সম্মেলন ইনমা কনফারেন্সে যোগ দিতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান নিউইয়র্কে অবস্থানকালে নিউইয়র্কের প্রবাসী জনসমাজের সঙ্গে নানা পর্যায়ে কথা বলেন।
সহকর্মীদের সঙ্গে বৈঠকে মতিউর রহমান বলেন, সংবাদ চাহিদায় দ্রুত পরিবর্তন ঘটছে। হাতে হাতে এখন মোবাইল ফোন। মানুষ নিজেদের সংগ্রাম, সাফল্য ও অগ্রযাত্রার সংবাদ এখন বেশি করে দেখতে চায়। সংবাদপত্র এবং সাংবাদিকদের সেসব চাহিদার দিকে অতিরিক্ত মনোযোগী হওয়ার সময় এখন। ছাপা পত্রিকার সঙ্গে মোবাইল অ্যাপস, অনলাইন পোর্টাল এখন কার্যকর মিডিয়া হিসেবে সামনে চলে এসেছে। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সমাজমানসের এ পরিবর্তনের ধারাকে ধারণ করে এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই।
আলোচনায় উপস্থিত ছিলেন আবদুস শহীদ, ইশতিয়াক রূপু, সোহেল মাহমুদ, হেলিম আহমেদ, মোহাম্মদ মনজুরুল হক, ফারুক ফয়সল, তোফাজ্জল লিটন, মনিজা রহমান, সেলিনা আক্তার, মাহবুব রহমান, শেলী জামান খান, রওশন হক, এইচ বি রিতা, সানজিদা ঊর্মি, মোতাসিম বিল্লাহ হোসেন, মিথিলা শারমিন, আহমাদ মাযহার ও ইব্রাহীম চৌধুরী।