বাজে রসিকতায় মার্কিন সামরিক বাহিনীর দুঃখপ্রকাশ
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি শাখা ইউএস স্ট্রাটিজিক কমান্ডের পক্ষ থেকে একটি টুইট করা হয়েছিল। টুইটে বলা হয়, যেকোনো সময় বড় ধরনের বোমা ফেলতে প্রস্তুত তারা। মজার ছলেই টুইটটি করা হয়। তবে শেষ পর্যন্ত সেটা আর মজার থাকেনি। এমন বাজে রসিকতার জন্য দুঃখপ্রকাশ করতে হয়েছে তাদের।
এএফপির আজ মঙ্গলবারের খবরে বলা হয়েছে, ইউএস স্ট্রাটিজিক কমান্ডের করা টুইটে একটি ভিডিও ছিল যেখানে বি-২ বোমারুরা বোমা নিক্ষেপ করছেন। সঙ্গে লেখা বার্তায় ছিল, ‘যদি কখনো প্রয়োজন হয়, আমরা এর চেয়ে অনেক অনেক বড় কিছু নিক্ষেপ করতে প্রস্তুত।’
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আতঙ্কের পাশাপাশি সমালোচনার ঝড় বয়ে যায়। এই সমালোচনার মুখে টুইটটি প্রত্যাহার করে ইউএস স্ট্রাটিজিক কমান্ডের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করে আরেকটি টুইট করা হয়। ওই টুইটে বলা হয়, ‘আমাদের আগের টুইটটি একটি বাজে রসিকতা। এতে আমাদের মূল্যবোধের প্রতিফলন ঘটে না। আমরা এ জন্য দুঃখপ্রকাশ করছি। আমরা যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের নিরাপত্তার জন্য সদা প্রস্তুত।’
ইউএস স্ট্রাটিজিক কমান্ডের এক মুখপাত্র এনবিসি নিউজকে বলেন, ভিডিওতে যে ছবি দেখানো হয়েছে, তা পারমাণবিক বোমার ছবি নয়।