বাংলাদেশ খ্রিষ্টান চ্যারিটি ইউএসএর সাধ্বী মাদার তেরেসার পর্বোৎসব
বাংলাদেশ খ্রিষ্টান চ্যারিটি ইউএসএ আয়োজিত সাধ্বী মাদার তেরেসার পর্বোৎসব ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। নিউজার্সির সেন্ট জনস দ্য ব্যাপ্টিস্ট চার্চে অনুষ্ঠিত এ পর্বোৎসবে খ্রিষ্টযাগ উৎসর্গ করেন নিউআর্ক আর্চডিওসেসের মনসিনিয়ার ফাদার গ্রেগরি ও ফাদার স্ট্যানলি। এতে নিউজার্সি, নিউইয়র্কসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত দুই শতাধিক খ্রিষ্টভক্ত অংশ নেন।
খ্রিষ্টযাগের ধর্মোপদেশে ফাদার গ্রেগরি মাদার তেরেসার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, মাদার তেরেসা ধর্মীয় ব্রত গ্রহণ করে লোরেটো সম্প্রদায়ের স্কুলে শিক্ষকতা করেন। এ সময় স্কুলের পাশের বস্তির হত-দরিদ্রদের দুঃখ ও বেদনা তাঁকে কষ্ট দিত। এই দরিদ্রদের জীবনের যন্ত্রণার মধ্যে তিনি খুঁজে পেয়েছিলেন যিশু-খ্রিষ্টকে। এ কারণেই তিনি লোরেটো সম্প্রদায়ের সিস্টারদের বিলাসবহুল কনভেন্ট ছেড়ে চলে আসেন দরিদ্রদের মধ্যে।
বাংলাদেশ খ্রিষ্টান চ্যারিটি ইউএসএর প্রেসিডেন্ট স্ট্যান প্রেমু রোজারীও উপস্থিত সবাইকে জানান, গত ১০ বছরে বাংলাদেশের খ্রিষ্টান ধর্মাবলম্বীদের চিকিৎসায় ৫০ লাখের বেশি অর্থ অনুদান দিয়েছে সংগঠন। এ বছরের প্রথম ছয় মাসে ছয়জন রোগীর জন্য পাঠানো হয়েছে আরও তিন লাখ টাকা। এ ছাড়া দরিদ্র শিক্ষার্থীদের দেওয়া হয় বৃত্তি। কোনো দাতা সংস্থা নয় বরং আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে থাকা বাংলাদেশি খ্রিষ্টভক্তদের ক্ষুদ্র ক্ষুদ্র দানের মাধ্যমেই এ কাজ সম্পন্ন হচ্ছে। তিনি সব দাতাকে এ জন্য ধন্যবাদ জানান।