ফেলনা চিত্রকর্মই এখন ৮৫ কোটি টাকা

আলব্রেশট ড্যুরারের আঁকা চিত্রকর্ম ‘দ্য ভার্জিন অ্যান্ড চাইল্ড’
ছবি: অ্যাগনিউস গ্যালারির সৌজন্যে

‘ছাই’ বা আবর্জনার মধ্যেও যে অনেক সময় ‘অমূল্য রত্ন’ পাওয়া যায়, এমন প্রবাদ অজানা নয়। প্রবাদটির সঙ্গে মিলে যায়, এমন ঘটনাও বাস্তবে ঘটছে। যেমনটি হয়েছে একটি চিত্রকর্মের ক্ষেত্রে। বাসার ফেলনা জিনিসপত্র হিসেবে সেটি বিক্রি হয়েছিল মাত্র ৩০ মার্কিন ডলারে (প্রায় ২ হাজার ৫৫০ টাকা)। পরে জানা গেছে, চিত্রকর্মটির মূল্য আদতে ১ কোটি ডলার বা ৮৫ কোটি টাকার বেশি।

কেন চিত্রকর্মটির এত দাম, এ প্রশ্নের জবাব মিলেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে। বলা হচ্ছে, সেটি এঁকেছিলেন জার্মান চিত্রশিল্পী আলব্রেশট ড্যুরার। ১৫২৮ সালে মৃত্যু হয় তাঁর। রেনেসাঁ যুগের সবচেয়ে খ্যাতনামা শিল্পী ও বুদ্ধিজীবীদের একজন হিসেবে আখ্যায়িত করা হয় তাঁকে। পাশাপাশি সে সময়ের শ্রেষ্ঠ জার্মান শিল্পীর খেতাবও রয়েছে তাঁর দখলে। তাঁর নতুন কোনো ছবি সামনে আসার বিষয়টি খুবই বিরল।

ড্যুরারের আঁকা চিত্রকর্মটির নাম ‘দ্য ভার্জিন অ্যান্ড চাইল্ড’। সেটি ১৫০৩ সালে আঁকা শেষ হয়েছিল বলে মনে করা হচ্ছে। চিত্রকর্মটি এ মুহূর্তে রাখা আছে লন্ডনের ‘অ্যাগনিউস গ্যালারি’ নামের নিলামকারী প্রতিষ্ঠানের কাছে।

‘দ্য ভার্জিন অ্যান্ড চাইল্ড’ কীভাবে আড়াল থেকে সামনে এল, সে গল্প বলেছেন ক্লিফোর্ড শোরার নামের এক শিল্পকর্ম সংগ্রাহক। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরের বাসিন্দা এই ব্যক্তি অ্যাগনিউস গ্যালারির একজন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সিএনএনকে ক্লিফোর্ড শোরার বলেন, ২০১৯ সালে ম্যাসাচুসেটসে একটি পার্টিতে যাচ্ছিলেন তিনি। তবে উপহার নিতে ভুলে যান। অগত্যা উপহার কিনতে ছুটতে হয় একটি বইয়ের দোকানে। দোকানি তাঁকে জানান, তাঁর এক বন্ধুর কাছে ড্যুরারের একটি চিত্রকর্ম আছে। শুনেই ওই ব্যক্তির কাছে যান শোরার। তবে আশা ছিল ক্ষীণ। কারণ, সর্বশেষ ড্যুরারের অজানা কোনো চিত্রকর্মের সন্ধান মিলেছিল ১০০ বছরের বেশি আগে।

শোরার বলেন, ওই ব্যক্তির কাছে চিত্রকর্মটি দেখে একপ্রকার চামকে যান তিনি। সেটি যে আসল, তা দেখেই বুঝতে পেরেছিলেন। আর সবচেয়ে মজার বিষয়, চিত্রকর্মটি নাকি ২০১৭ সালে কেনা হয়েছিল বাসাবাড়ির বাতিল জিনিসপত্র হিসেবে, মাত্র ৩০ ডলারে।

এরপরও চিত্রকর্মটি যে ড্যুরারের আঁকা, তা খাতা-কলমে প্রমাণ করতে তিন বছর ধরে নানা পরীক্ষা-নিরীক্ষা চলেছে। সেটি খুঁটিয়ে দেখেছেন নানা বিশেষজ্ঞ। শেষমেশ দেখা যায়, চিত্রকর্মটি নিয়ে শোরারের ধারণাই ঠিক। সেটি যে আসল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সবকিছুর পর শোরারের বিশ্বাস, নিলামে তোলা হলে চিত্রকর্মটির দাম ১ কোটি ডলার ছাড়াবে।