২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ফাহিম সালেহ হত্যার প্রতিবাদে নারীদের সমাবেশ

ফাহিম হত্যার প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে স্ট্রং ওমেনস কমিউনিটির সদস্যরা
ফাহিম হত্যার প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে স্ট্রং ওমেনস কমিউনিটির সদস্যরা

বাংলাদেশের রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে সমাবেশ করেছে স্ট্রং ওমেনস কমিউনিটি নামের একটি সংগঠন।
২১ জুলাই নিউইয়র্কের ম্যানহাটন ইস্ট সাইডে এই সমাবেশের আয়োজন করে স্ট্রং ওমেনস কমিউনিটি। সংগঠনটির দাবি, ফাহিম সালেহর হত্যাকারীর সেকেন্ড ডিগ্রি বা ফার্স্ট ডিগ্রি নয় বরং তাঁর সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
লোয়ার ইস্ট সাইড ম্যানহাটনে যেসব বিলাসবহুল ভবন আছে সেগুলোর নিরাপত্তাব্যবস্থাও জোরদার করার দাবি জানিয়েছে সংগঠনটি। কারণ যে ভবনে ফাহিম সালেহ থাকতেন সেখানকার নিরাপত্তাব্যবস্থা নিয়ে সবাই শঙ্কিত। ওই ভবনে লাখ টাকা মেইনটেন্যান্স ফি হওয়ার পরেও কীভাবে নিরাপত্তাব্যবস্থা এত নাজুক হয় বলে তাঁরা প্রশ্ন রাখেন। ওমেন্স কমিউনিটির সংগঠক মনিকা হক ও তাঁর টিম ইতিহাসে বিরল এই খুনের তীব্র নিন্দা জানিয়েছেন এবং হ্যাসপিলের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।