২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পাহাড়ি মেয়ে

ও পাহাড়ি মেয়ে

এখন তোমার মন প্রাণ গীতোচ্ছ্বাসে ভরা,

তুমি কি জানো? এখন তুমি

যার বুকে মাখা রাখো

সে আমার।

তুমি কি জানো? আমার প্রেম

তাকে অনুক্ষণ ক্ষতবিক্ষত করে।

না তুমি জানো না।

তুমি জানো না অনেক কিছু।

তুমি যার ঝরাপাতা অরণ্যে হেঁটে চলো

সে তোমার পাতা ভাঙার শব্দ শোনে না,

তুমি জানো না আরও অনেক কিছু।

পড়ন্ত বিকেলে রোদ্দুর যখন তাকে স্পর্শ করে

তার মন প্রাণ জুড়ে তখন আমি।

সে তখন চুপি চুপি আমার কানে কানে বলে,

তোমার নিষেধ থাকা সত্ত্বেও তোমাকে ছুঁয়ে দিলাম।

আমি তখন অনুভবে মাখি তার স্পর্শ,

পাহাড়ি মেয়ে তখন তুমি তার বিরক্তির কারণ।

তুমি কি জানো তোমার চুলের গন্ধ তাকে টানে না।

আমার ক্ষুদ্র এলেন তাকে বিমোহিত করে রাখে।

তুমি জানো না অনেক কিছু।

ও পাহাড়ি মেয়ে

 আমার হাতে এক পৃথিবী ক্ষমতা,

কিন্তু আমি তোমার কাছে হেরে বসে আছি।

তুমি এতসব না জেনেও তাকে পেয়েছ

আর আমি সব জেনেও তাকে হারিয়েছি।