নিউইয়র্কে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ করোনা সংক্রমণের হার
যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি আবারও ভয়াবহ হয়ে উঠছে। করোনায় সংক্রমণ, হাসপাতালে রোগী ভর্তি ও মৃত্যুর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেশটির নিউইয়র্ক অঙ্গরাজ্যে ২৮ নভেম্বর করোনা সংক্রমণ শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ২৭ শতাংশ। যা গত মে মাসের পর সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের হার।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোর বরাত দিয়ে নিউইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক সংবাদ সম্মেলনে গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, করোনায় সংক্রমণ শনাক্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। অন্যান্য রাজগুলোর মতো এত দ্রুত না বাড়লেও, সংখ্যা বেড়ে যাচ্ছে।
এটা করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নয়। এটা প্রথম ঢেউয়ের বিশেষ রূপঅ্যান্ড্রু কুমো, নিউইয়র্কের গভর্নর
গভর্নর বলেন, ২৮ নভেম্বর করোনায় সংক্রমিত হয়ে নিউইয়র্কে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মোট মৃত্যুর সংখ্যা হলো ২৬ হাজার ৬৮৭, যা যুক্তরাষ্ট্রের যেকোনো রাজ্যের চেয়ে সর্বোচ্চ সংখ্যা।
তবে গভর্নর বলেছেন, এটা করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নয়। এটা প্রথম ঢেউয়ের বিশেষ রূপ।
এদিকে ২৯ নভেম্বর একদিনে যুক্তরাষ্ট্রের হাসপাতালে ৯৩ হাজার ২৩৮ জন করোনায় সংক্রমিত হয়ে ভর্তি হয়েছে। এখন প্রতিদিন করোনায় সংক্রমিত প্রায় এক লাখ রোগীকে হাসপাতালে সামাল দিতে হিমশিম অবস্থা শুরু হয়েছে। এই পরিস্থিতি আগামী সপ্তাহগুলোতে আরও নাজুক হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে।