নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের পুনর্মিলনী ও বনভোজন
নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক সিটির অদূরে সানকিন মেডো স্টেট পার্কের ই অরচার্ড প্যাভেলিয়নে ১১ জুলাই আয়োজিত বনভোজনের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল আড্ডা, খেলাধুলা, র্যাফেল ড্র প্রভৃতি।
বনভোজনে সপরিবারে অংশ নিয়ে প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যরা সম্প্রীতির বন্ধনকে আরও জোরদার করার প্রত্যয় ঘোষণা করেন। কমিউনিটির কল্যাণে প্রেসক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপও করেন তারা।
বেলুন উড়িয়ে দুপুরে এই বনভোজনের উদ্বোধন করেন প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ। এর আগে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি ওয়াজেদ এ খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলামসহ ক্লাবের কর্মকর্তা ও অতিথিরা।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। কোরআন থেকে তিলাওয়াত ও বিশেষ দোয়া পাঠ করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক রশিদ আহমদ। এ সময় ক্লাবের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে অন্যতম উপদেষ্টা আনোয়ার হোসেইন, সাবেক সভাপতি যথাক্রমে চৌধুরী সারোয়ারুল হাসান, মাহফুজুর রহমান ও আবু তাহের, সহসভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক ও অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্যসচিব আলমগীর সরকার, অর্থ সম্পাদক মমিন মজুমদারসহ প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, শেখ সিরাজুল ইসলাম, মেরী জোবায়দা, সৈয়দ ইলিয়াস খসরু, ফরিদ আলম, এস এম সোলায়মান, দিদার চৌধুরী, মোহাম্মদ জামাল আনসারী, টি এম মামুন, সানাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বনভোজনে আরও যোগ দেন সাবেক সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েস, সাংবাদিক ইমরান আনসারী, মোহাম্মদ জাকারিয়া, সোহেল হোসাইন, নাজিম উদ্দিন প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক এলাইড মর্টগেজের জান ফাহিম, ইমিগ্রান্ট এলডার হোম কেয়ারের কর্ণধার গিয়াস আহমেদ, নাসির আলী খান, জ্যামাইকা মুসলিম সেন্টার পরিচালনা কমিটির সেক্রেটারি মনজুর আহমেদ চৌধুরী, রাজনীতিক মিজানুর রহমান ভূঁইয়া, বাফেলো বাংলা সম্পাদক নিয়াজ মাখদুম, মূলধারার রাজনীতিক মোহাম্মদ সেবুল উদ্দিন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক সৈয়দ আল আমীন, কমিউনিটি অ্যাকটিভিস্ট জুলফিকার হায়দার, ব্যবসায়ী বদিউল আলম, নজরুল ইসলাম, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এ বি এম ওসমান গণি, ফার্মাসিস্ট মোহাম্মদ কবীর, ডি এইচ কেয়ারের পরিচালক মনিরুল ইসলাম, কমিউনিটি নেতা আবদুস শহীদ, রাইটার্স ফোরামের সভাপতি আবদুল্লাহ আল আরিফ, সহসভাপতি নঈম উদ্দিন, কমিউনিটি অ্যাকটিভিস্ট মোহাম্মদ আবদুর রহীম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশেষ সহযোগিতায় ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী, ইমিগ্রান্ট এলডার হোম কেয়ারের কর্ণধার গিয়াস আহমেদ, রাজনীতিক মিজানুর রহমান ভূঁইয়া, ব্যবসায়ী হাসানুজ্জামান হাসান, উৎসব ডটকমের রায়হান জামান, কমিউনিটি অ্যাকটিভিস্ট মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, পিজে গ্রুপের কর্ণধার পার্থ গুপ্ত প্রমুখ।
সাংস্কৃতিক পর্বে মজার কৌতুক পরিবেশন করেন নাসির আলী খান ও চৌধুরী সারোয়ারুল হাসান। সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আসা শিল্পী আলী মাহমুদ।