তুমি কি খুব ব্যস্ত!
কমলা রঙের জামদানি শাড়ি পরে চিকচিকে সূর্য উঠেছে,
কি অপরূপ পরম মুগ্ধতায় অনন্য রূপে।
চলো না হেঁটে আসি দু’জনে কিছুটা সময় শিশির ভেজা ঘাসে।
এই শুনছ তুমি কি খুব ব্যস্ত!
মৌন দুপুর, ক্লান্ত ঘুঘু পাখিরা আনমনে ডেকে যাচ্ছে,
পাহাড়ের চূড়ায় সাদা মেঘেরা আপনমনে ভাসছে,
চোখে কাজল, চুলে লাল ফিতা, খুব যত্নে সেজেছি ,
এই শুনছ তুমি কি খুব ব্যস্ত!
স্নিগ্ধ বিকেল, ঝিরঝির বৃষ্টি সাথে শান্ত জলের পরশ,
টিনের চালে টুপটাপ ছন্দে বৃষ্টির নৃত্য চারপাশ নীরব,
ধূমায়িত চায়ের কাপে হোক আজ আমাদের বৃষ্টিবিলাস।
এই শুনছ তুমি কি খুব ব্যস্ত!
ঘোর জড়ানো মায়াময় সন্ধ্যা, পাখিরা নীড়ে ফিরছে,
সুরেলা কণ্ঠে মুয়াজ্জিন ডাকছে, ঝিঁঝি পোকারা জ্বলছে,
আমার অনুভূতিরা প্রণয় ঘাঁটি গড়ছে হৃদয় মিনার জুড়ে,
এই শুনছ তুমি কি খুব ব্যস্ত!
সমুদ্র পরিমাণ অন্ধকারে ডুব দিয়ে রাত ব্যস্ত রঙিন স্বপ্নে।
চাঁদের সাথে মাটির মিতালি, ঝলমলে অন্ধকার, ফুলেদের ঘ্রাণ,
পৃথিবী ঘুমিয়ে শুধু আমি একলা জেগে তোমায় কবিতা শোনাতে ব্যাকুল আমার প্রাণ।
এই শুনছ তুমি কি খুব ব্যস্ত !