টেক্সাসের কারাগারে অধিকাংশ বন্দী করোনা পজিটিভ
আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের একটি কারাগারে অর্ধেকের বেশি বন্দীর করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ১৭ জুলাই দ্য ফেডারেল ব্যুরো অব প্রিজনস তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে।
ওয়েবসাইটের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, টেক্সাসের সিগোভিলে ফেডারেল কারেকশনাল ইনস্টিটিউশনে মোট ১ হাজার ৭৯৮ জন বন্দী আছে। এর মধ্যে ১৭ জুলাই ১ হাজার ৭২ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে এক বন্দীর।
এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সিগোভিলে ফেডারেল কারেকশনাল ইনস্টিটিউশনের বন্দী ছাড়াও ১০ জন কর্মকর্তা-কর্মচারীরও করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে এঁদের মধ্যে ৪ জন ইতিমধ্যে সুস্থ্য হয়েছেন। গত সপ্তাহে ৬৬৮ জন বন্দীর করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।
করোনায় মৃত্যু হওয়া ওই বন্দীর নাম জেমস জিয়ানেত্তা। তাঁর বয়স ৬৫। গত ২৬ জুন তাঁর করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভেন্টিলেশনে থাকা অবস্থায় ১৬ জুলাই তাঁর মৃত্যু হয়।
দ্য ফেডারেল ব্যুরো অব প্রিজনসের ওয়েবসাইটে প্রকাশ করা তথ্য বলছে, এ পর্যন্ত ৩ হাজার ৬০০ বন্দী ও কারাগারের ৩০০ কর্মী করোনায় আক্রান্ত আছেন। ১৭ জুলাই পর্যন্ত ৫ হাজার ৪৩৪ জন বন্দী ও কারাগারের ৬৩১ জন কর্মী ইতিমধ্যে সুস্থ হয়েছেন। এ ছাড়া করোনায় সংক্রমিত হয়ে এ পর্যন্ত ৯৭ জন কারাবন্দী ও একজন কর্মীর মৃত্যু হয়েছে।