টেক্সাসে স্কুলে হামলার বিষয়ে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি স্কুলে বন্দুকধারীর হামলা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষার্থীদের অভিভাবকদের প্রশ্নের মুখে পুলিশ হামলার ঘটনার বিবরণ সংশোধন করেছে।
মঙ্গলবারের ওই হামলায় ১৯ শিশুশিক্ষার্থী ও ২ শিক্ষক নিহত হওয়ার ঘটনায় পুলিশের প্রাথমিক বিবরণে বলা হয়, বন্দুকধারী খোলা একটি দরজা দিয়ে ঢুকে ১৯ শিশু ও ২ শিক্ষককে হত্যা করে। একটি শ্রেণিকক্ষে এক ঘণ্টা আটকে রেখে এ হত্যাযজ্ঞ চালানোর সময় পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে হত্যা করে। নির্বিচার গুলিবর্ষণের ওই ঘটনায় টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি (ডিপিএস) থেকে আসা সর্বশেষ বিস্তারিত দাপ্তরিক বিবরণের সঙ্গে গতকাল বৃহস্পতিবার দেওয়া পুলিশের ভাষ্যের মিল পাওয়া যাচ্ছে না।
পুলিশের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, বাড়িতে নিজের দাদিকে গুলি করে গাড়ি চালিয়ে হামলাকারী সালভাদর রামোস (১৮) স্কুলের কাছে আসেন। যখন তিনি দৌড়ে স্কুলটির দিকে যাচ্ছিলেন, তখন স্কুলভিত্তিক এক পুলিশ কর্মকর্তার মুখোমুখি হয়েছিলেন।
কিন্তু গতকালকের এক ব্রিফিংয়ে ডিপিএসের আঞ্চলিক পরিচালক ভিক্টর এসক্যালন জানান, বন্দুকধারী সালভাদর পিকআপের কাছেই কোনো কিছুর সঙ্গে ধাক্কা খাওয়ার পর বিনা বাধায় স্কুল প্রাঙ্গণে প্রবেশ করেন। এর ১২ মিনিটের মাথায় হত্যাকাণ্ড শুরু হয়। রামোস যখন স্কুলটিতে হাজির হন, তখন সেখানে কোনো সশস্ত্র পুলিশ কর্মকর্তা ছিলেন না।
টেক্সাসের সান আন্তোনিও শহর থেকে প্রায় ১৩০ কিলোমিটার পশ্চিমে ইউভালডের ওই স্কুলে ওই হামলা চালানো হয়।
ওই ঘটনার পর এক ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ সেখানে অবস্থান করা আতঙ্কিত অভিভাবকদের সামলাতেই ব্যস্ত। অথচ বন্দুকধারী তখনো স্কুলের ভেতরে অবস্থান করছিলেন। পুলিশের এমন পদক্ষেপে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করে। অভিভাবকেরা পুলিশের প্রাথমিক প্রতিক্রিয়ার তদন্ত দাবি করেন।
ভিডিওটি রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবটের দাবিকেও প্রশ্নবিদ্ধ করেছে, যিনি স্থানীয় কর্মকর্তাদের বীর আখ্যায়িত করেছিলেন। তাঁদের ‘দ্রুত প্রতিক্রিয়া’কে স্বাগত জানিয়ে বলেছিলেন, বন্দুকধারী স্কুলে প্রবেশের আগে পুলিশের মুখোমুখি হয়েছিল এবং ‘পুলিশ বন্দুকধারীর প্রতি আশ্চর্যজনক সাহস দেখিয়েছিল’।