জাপা যুক্তরাষ্ট্র শাখার সাংগঠনিক সভা
জাতীয় পার্টি (জাপা) যুক্তরাষ্ট্র শাখার ঈদ পরবর্তী সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট স্থানীয় সময় বেলা দেড়টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় দলের নব নিযুক্ত মহাসচিব জিয়া উদ্দিন আহমেদও যোগ দিয়েছিলেন।
জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জাপার সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, সহসভাপতি ও কেন্দ্রীয় সদস্য হারিস উদ্দিন আহমেদ, সহসভাপতি সেলিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুর করিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু আহমেদ, যুব সম্পাদক শফিউল আলম, অর্থ সম্পাদক আবদুল মোতালেব, ধর্মবিষয়ক সম্পাদক মো. মুসলিম, কোষাধ্যক্ষ মীর জাফর, আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাজিম, সদস্য আবু তাহের, সদস্য তারেক রহমান প্রমুখ।
জিয়া উদ্দিন আহমেদ ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী দিনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার নতুন কর্মসূচি পালনের নির্দেশ দেন। ভবিষ্যতে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
দলের মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।