ক্যালিফোর্নিয়ায় দাবানল, ঘর ছাড়ছে মানুষ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানলের কারণে প্রায় এক লাখ মানুষকে তাদের বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে প্রায় ৫০০ জন কর্মী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিনির্বাপণ কর্মীদের মধ্যে অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন। দাবানলে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে, বিদ্যুৎহীন হয়ে পড়েছেন সাড়ে তিন লাখের বেশি মানুষ। এই দাবানল ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হিসেবে চিহ্নিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে স্থানীয় সময় সোমবার লস অ্যাঞ্জেলেসের কাছে প্রায় ৬০ হাজার মানুষ তাদের ঘর ছেড়ে পালিয়েছেন। সেখানে তিন হাজারের বেশি হেক্টর এলাকায় (৭২০০ একর) দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে অরেঞ্জ কাউন্টির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বাতাসের তীব্র গতি দাবানলে দ্রুত ছড়িয়ে পড়তে ভূমিকা রাখছে। অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, দাবানলের কারণে তারা ওরভাইন এলাকার ৯০ হাজার ৮০০ জনের বাসিন্দাকে অন্যত্র সড়ে যেতে বলেছেন। সান্তা আনা মাউন্টেন গিরিখাত ও পাদদেশে ছড়িয়ে পড়া ওই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে প্রচণ্ড ধোঁয়ায় তাদের কাজ করতে বেগ পেতে হচ্ছে।
চলতি বছরের শুরুতে হাওয়াইতে সাড়ে ১৬ হাজার বর্গমাইলের বেশি এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছিল। এতে হাজার হাজার মানুষ তাদের ঘর-বাড়ি হারান। ওই দাবানলে অন্তত ৩১ জনের প্রাণহানি ঘটে।