কোন অঙ্গরাজ্যে কত ভোট গণনা বাকি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে শেষ ছয়টি অঙ্গরাজ্যে ভোট গণনা এখনো চলছে। কোনো কোনো সংবাদমাধ্যমের হিসাবে সেটা আসলে চারটি অঙ্গরাজ্যের মধ্যে সীমিত হয়ে পড়েছে। এই চারটি অঙ্গরাজ্য হলো জর্জিয়া, পেনসিলভানিয়া, অ্যারিজোনা ও নেভাদা। অন্য দুই অঙ্গরাজ্য আলাস্কা ও নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত বলে ধরে নিচ্ছে অনেক সংবাদমাধ্যম।
ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, স্থানীয় সময় আজ সকাল সোয়া ১১টা ১৮ মিনিট পর্যন্ত পেনসিলভানিয়ায় এক লাখ ৬০ হাজার ভোট গণনা বাকি রয়েছে। তখন পর্যন্ত প্রায় ৯ হাজার ৭৪৬ ভোটে এগিয়ে আছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। বাইডেন পেয়েছেন ৩৩ লাখ ২ হাজার ৯৭৭ ভোট। আর ট্রাম্প পেয়েছেন ৩২ লাখ ৯৩ হাজার ২৩১ ভোট। আজ গণনা শুরু করার আগ পর্যন্ত এই অঙ্গরাজ্যে প্রায় ১৮ হাজার ভোটে এগিয়ে ছিলেন।
অ্যারিজোনা অঙ্গরাজ্যেও ট্রাম্পের চেয়ে এগিয়ে আছে বাইডেন। এখানে স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দুই লাখেরও বেশি ভোট গণনা বাকি। ওয়াশিংটন পোস্ট বলছে, এখানে বাইডেন পেয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ১৪৭ ভোট। প্রতিদ্বন্দ্বী ট্রাম্প পেয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ৩৬৮ ভোট। এই হিসাবে বাইডেন এগিয়ে আছেন ৪৩ হাজার ৭৭৯ ভোটে।
পেনসিলভানিয়া, অ্যারিজোনার মতো নেভাদা অঙ্গরাজ্যেও এগিয়ে ডেমোক্র্যাট বাইডেন। ওয়াশিংটন পোস্ট বলছে, স্থানীয় সময় সকাল ১১টা ৮ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আরও এক লাখ ৯০ হাজারের বেশি ভোট গুনতে হবে নেভাদা কর্তৃপক্ষকে। তখন পর্যন্ত এই অঙ্গরাজ্যে বাইডেন পেয়েছেন ৬ লাখ ২৬ হাজার ৩৯৪ ভোট। আর ট্রাম্প পেয়েছেন ৬ লাখ ৬ হাজার ৪২ ভোট। এই হিসাবে বাইডেন এগিয়ে আছেন ২০ হাজার ৩৫২ ভোট।
এদিকে সিএনএনের খবরে বলা হয়, জর্জিয়ায় স্থানীয় সময় শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে অঙ্গরাজ্যটির ভোটিং সিস্টেম ইমপ্লিমেন্টেশন ম্যানেজার গ্যাব্রিয়েল স্টারলিং জানান, সেখানে ৪ হাজার ১৬৯ ভোট গণনার বাকি। এই অঙ্গরাজ্যে জো বাইডেন ১৫৭৯ভোটে এগিয়ে পেছনে ফেলেন ট্রাম্পকে। মোট ৯৯ শতাংশ ভোট গণনার ফল পাওয়া গেছে। সেই হিসাবে, বাইডেন পেয়েছেন ২৪ লাখ ৫০ হাজার ১১৭ ভোট ; অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৪৮ হাজার ৫৩৮ ভোট।
নিউইয়র্ক টাইমসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন এখন পর্যন্ত ২৫৩টি ইলেকটোরাল কলেজ ভোট পাচ্ছেন। আর রিপাবলিকান ট্রাম্প পাচ্ছেন ২১৪টি। ফক্স নিউজসহ কিছু গণমাধ্যম অবশ্য বাইডেনের ২৬৪ টি ইলেকটোরাল কলেজ ভোট পাওয়ার কথা জানাচ্ছে। মোট ৫৩৮ ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০টি।