২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ওয়াশিংটনে মানুষের পাশে ৩৫তম ফোবানা সম্মেলন কমিটি

করোনাভাইরাস মোকাবিলায় সহযোগিতা দিচ্ছে ৩৫তম ফোবানা সম্মেলনের স্বাগতিক কমিটি
করোনাভাইরাস মোকাবিলায় সহযোগিতা দিচ্ছে ৩৫তম ফোবানা সম্মেলনের স্বাগতিক কমিটি

বৃহত্তর ওয়াশিংটনে করোনাভাইরাস মোকাবিলায় তৃতীয়বারের মতো সহযোগিতার হাত বাড়িয়ে মানুষের পাশে এসে দাঁড়াল ৩৫তম ফোবানা সম্মেলনের স্বাগতিক কমিটি। ১৯ এপ্রিল ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের স্প্রিংফিল্ড প্লাজার সামনে খাদ্যসামগ্রী বিতরণ করেন ৩৫তম ফোবানা সম্মেলনের আহ্বায়ক জি আই রাসেল, সদস্যসচিব শিব্বীর আহমেদ, উপদেষ্টা সাদেক এম খান, রিসেপশন কমিটির কো-চেয়ারপারসন জেবা রাসেল প্রমুখ।
‘মানুষের জন্য মানুষ’ এই স্লোগানকে সামনে রেখে করোনাভাইরাস মোকাবিলায় মানুষের পাশে দাঁড়াল ২০২১ সালে ওয়াশিংটনে অনুষ্ঠেয় ৩৫তম ফোবানা সম্মেলনের কর্মকর্তাবৃন্দ। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ময়দা, পেঁয়াজ, মরিচ, মাছ, মাংস, আলু, তেল ইত্যাদি। এ ছাড়া ছিল পবিত্র রমজানের ইফতারের জন্য বুট, মুরি, খেজুরসহ নানা খাদ্যসামগ্রী।

৩৫তম ফোবানা সম্মেলনের কর্মকর্তারা বৃহত্তর ওয়াশিংটনে প্রবাসী বাংলাদেশিদের তালিকা সংগ্রহ করে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ এবং বিতরণ করছে। এ ছাড়া যে সকল পরিবার বিভিন্ন কারণে এসে খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারছে না, তাদের বাড়ি গিয়ে খাদ্রসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, আগামী ২০২১ সালে ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে ৩৫তম ফোবানা সম্মেলন। ২০২১ সালের ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে দেশের ও প্রবাসের লেখক সাংবাদিক বুদ্ধিজীবী, শিল্পীসহ গুণীজনেরা অংশ নেবেন। সম্মেলনে থাকবে সাতটি ক্যাটাগোরিতে প্রতিযোগিতা, সেমিনার, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন, মুভি ম্যারাথন, ফ্যাশন শো, সায়েন্স অ্যান্ড টেক ফেয়ার, জব ফেয়ার, বিশ্ববিদ্যালয় মিলনমেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, বইমেলা, পুথি ও ছড়া পাঠের আসর, সাহিত্য আড্ডা, ফোবানা ম্যাগাজিন, ফোবানা নিউজ বুলেটিন, ফোবানা ম্যারাথন, ফোবানা প্যারেডসহ নানামুখী আয়োজন।