এশিয়ান-আমেরিকানদের অধিকার সুসংহত করার প্রত্যয়

‘এশিয়ান হেরিটেজ সেলিব্রেশন’ শীর্ষক অনুষ্ঠানে এশিয়ান–আমেরিকানরা
‘এশিয়ান হেরিটেজ সেলিব্রেশন’ শীর্ষক অনুষ্ঠানে এশিয়ান–আমেরিকানরা

নিউইয়র্কে এশিয়ান-আমেরিকানরা উদ্‌যাপন করেছে এশিয়ান ঐতিহ্য। ডিসি ৩৭ এশিয়ান হেরিটেজ কমিটি ১০ মে ম্যানহাটনের লোকাল ইউনিয়ন হলে বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করে।
‘এশিয়ান হেরিটেজ সেলিব্রেশন’ শীর্ষক এ আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান হেরিটেজ কমিটির চেয়ার, ডিসি ৩৭ এর ট্রেজারার এবং লোকাল ১৪০৭-এর প্রেসিডেন্ট ও অ্যাসালের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট লেবার লিডার মাফ মিসবাহ উদ্দিন। সূচনা বক্তব্য রাখেন এশিয়ান হেরিটেজ কমিটির কো-চেয়ার চুচাই উইয়েন।
অনুষ্ঠানে কী-নোট স্পিকার ছিলেন জর্জিয়া স্টেট সিনেটে প্রথম মুসলিম ও একমাত্র বাংলাদেশি-আমেরিকান নির্বাচিত সিনেটর, ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির নির্বাহী সদস্য এবং অ্যাসালের আজীবন সদস্য শেখ রহমান।
অনুষ্ঠানে আমেরিকায় ইমিগ্রান্ট কমিউনিটির অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠাসহ নানা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা তুলে দেন এশিয়ান হেরিটেজ কমিটির চেয়ার মাফ মিসবাহ উদ্দিন। এ সময় কমিটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মাননাপ্রাপ্তরা হলেন—জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান, ডিপার্টমেন্ট অব ফাইনান্সের চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার ড. সাদিয়া ইসমত, নিউইয়র্ক সিটির সিভিল কোর্ট জাজ ওয়েন্ডি লি এবং নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ৫ প্রিসেনক্টের ডিটেকটিভ ভিনসেন্ট চিউং।
মাফ মিসবাহ বলেন, আগামী ২০২০ সালের অনুষ্ঠিতব্য প্রেসিডেনশিয়াল নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের অধিকার আদায়ে সবাইকে আরও বেশি সক্রিয় হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বিপুল বিজয়ের জন্য এখন থেকে কাজ করে যেতে হবে। আমেরিকার মূলধারার রাজনীতিতে এশিয়ান কমিউনিটির অবস্থানকে আরও সুসংহত করতে জোরালো ভূমিকা অব্যাহত রাখবে। তিনি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
বক্তারা বলেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে অভিবাসীদের অধিকার সুসংহত করতে হবে। আমেরিকার মূল্যবোধ সমুন্নত রাখা, ইমিগ্রান্ট কমিউনিটির অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মূলধারায় আরও জোরালো ভূমিকা নিতে হবে এশিয়ানদের। কোনো মানুষই যাতে বৈষম্যের শিকার না হন সে বিষয়েও সোচ্চার হতে হবে সবাইকে। তাঁরা বলেন, এশিয়ানরা যাতে মার্কিন সংবিধান প্রদত্ত সুযোগ-সুবিধা ভোগ করতে সক্ষম হন সে লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। সিটিজেনশিপ নেওয়া সবাইকে ভোটার হতে হবে।
অনুষ্ঠানে ডা. স্মিতা গুহসহ এশিয়ার বিভিন্ন দেশের শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সবাইকে মুগ্ধ করে।