এমটিএ মেরিট স্কলারশিপ পেলেন রিয়াজ ওয়াসিফ
বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থী রিয়াজ ওয়াসিফ রহমান আমেরিকান কাউন্সিল অব ইঞ্জিনিয়ার্স কোম্পানিজ কর্তৃক সর্বোচ্চ মেধাবৃত্তি এমটিএ মেরিট স্কলারশিপ পেয়েছেন।
গত ১৩ এপ্রিল সন্ধ্যায় ম্যানহাটনের হিলটন মিডটাউন হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ বৃত্তি ঘোষণা করা হয়।
আমেরিকান কাউন্সিল অব ইঞ্জিনিয়ার্স কোম্পানিজ এবার নিউইয়র্কের ২০ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে। এতে সর্বোচ্চ সাড়ে সাত হাজার ডলারের এমটিএ মেরিট স্কলারশিপ পান সিটি কলেজ অব নিউইয়র্কের তড়িৎ প্রকৌশলের মেধাবী ছাত্র রিয়াজ ওয়াসিফ রহমান।
হিলটন মিডটাউন হোটেলের জমজমাট গ্র্যান্ড বলরুমে রিয়াজ
ওয়াসিফ রহমানের নাম ঘোষণার
পর তুমুল করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান অনুষ্ঠানে উপস্থিত সবাই। রিয়াজ ওয়াসিফকে যখন মঞ্চে আহ্বান করা হয়, তখন মঞ্চের পেছনের পর্দায় তাঁর ছবি ও সংক্ষিপ্ত পরিচিতি ভেসে ওঠে।
পরে রিয়াজের হাতে মেরিট স্কলারশিপ অ্যাওয়ার্ডের সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে রিয়াজ ওয়াসিফের বাবা ওয়াহিদুর রহমান, মা দিলারা রুনা ও ছোট ভাই রিয়াজ তাহমিদ বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রিয়াজ ওয়াসিফ রহমানের মা-বাবা আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা জানিয়ে দেশের মানুষের কাছে তাঁদের সন্তানের জন্য দোয়া চেয়েছেন।