ইরাকে হামলা ছিল নৃশংস: বুশ
ইরাক যুদ্ধের জন্য সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে দায়ী করা হয়। এই কথা স্বীকার করেছেন তিনি, তবে সেটা ভুলে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে জর্জ ডব্লিউ বুশ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, শুধু একজন মানুষের সিদ্ধান্তে ইরাকে পুরো অন্যায্য ও নৃশংস আক্রমণ চালানো হয়েছিল। তবে পরক্ষণেই তিনি বলেন, ‘আমি আসলে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভূমিকার কথা বলতে চেয়েছিলাম।’ খবর ওয়াশিংটন পোস্টের।
জর্জ ডব্লিউ বুশ এটা বলার সঙ্গে সঙ্গে দর্শক সারিতে হাসির রোল পড়ে যায়। এরপর অবশ্য তিনি মজাও করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়েও তিনি মজা করছেন। তাঁকে মাথাঠান্ডা-ছোটখাটো মানুষ বলে আখ্যা দেন। তবে পরক্ষণেই তিনি বেশ সিরিয়াস হয়ে যান। জেলেনস্কিকে একবিংশ শতাব্দীর চার্চিলের (সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী) সঙ্গে তুলনা করেন বুশ।
বক্তব্য শুধরে নিলেও বুশের এই বক্তব্য ইতিমধ্যে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ফলে ইরাক যুদ্ধ নিয়ে পুরোনো বিতর্ক সামনে এসেছে। কারণ, অনেকেই ইরাক যুদ্ধের জন্য জর্জ ডব্লিউ বুশকে দায়ী করে থাকেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ৪৩তম এই প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধী হিসেবেও আখ্যা দিয়ে থাকেন অনেকে।
গণমাধ্যমকর্মীরাও অনেকে জর্জ ডব্লিউ বুশের সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল এমএসএনবিসির অনুষ্ঠান উপস্থাপক মেহেদি হাসান বলেন, ‘আমি হাসছি না। আমি সেই সব মার্কিন সেনার পরিবার ও ইরাকের নাগরিকদের পরিবারের কথা চিন্তা করছি, যাঁরা ইরাক যুদ্ধে মারা গেছেন।’
গণমাধ্যম ব্যক্তিত্ব টিম ইয়ং এক টুইট বার্তায় লিখেছেন, ‘একটি মিথ্যার ওপর ভিত্তি করে কত মার্কিন সেনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল? এটা ন্যক্কারজনক।’
ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর নিনা টার্নার লিখেছেন, জর্জ ডব্লিউ বুশ একজন যুদ্ধাপরাধী।
ইরাক যুদ্ধে হতাহতের সংখ্যা কম নয়। যুক্তরাষ্ট্রের ওয়াটসন ইনস্টিটিউট ও ব্রাউন ইউনিভার্সিটির এক গবেষণা অনুসারে, ইরাক যুদ্ধে ২ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। তবে তারা এ–ও বলেছে, মৃত্যুর এই সংখ্যা সঠিকভাবে বলা কঠিন। এই সংখ্যা আরও বেশি হতে পারে।
ইরাক যুদ্ধে বিরোধিতা অনেকেই করেছিলেন। সেই সময় অনেক ডানপন্থী, বামপন্থী এই যুদ্ধের নিন্দা জানিয়েছিলেন। আবার অনেক রাজনীতিক সেই সময় নীরব ছিলেন। বিশেষ করে সেই সময় যাঁরা প্রেসিডেন্ট পদপ্রত্যাশী ছিলেন, তাঁদের অনেকে যুদ্ধের পক্ষে বা বিপক্ষে কোনো পক্ষেই অবস্থান নেননি।
এই যুদ্ধ নিয়ে ২০১৫ সালে জর্জ ডব্লিউ বুশের ভাই জেব বুশকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর ভাইয়ের ভুলের কারণে এই যুদ্ধ হয়েছিল কি না। এই প্রশ্নের উত্তরে জেব বুশ বলেন, এই যুদ্ধ হয়েছিল গোয়েন্দা সংস্থার ভুলের কারণে।