২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আহলে সুন্নাত ওয়াল জামাতের সভা

সভার মঞ্চে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ
সভার মঞ্চে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ

আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জ্যাকসন হাইটস কার্যালয়ে ১২ আগস্ট শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর (র.) পঞ্চম শাহাদত বার্ষিকী ও শায়েখ আল্লামা আাবু সুফিয়ান আল কাদেরীর ওপর হামলার প্রতিবাদে এ ‘শাহাদত মাহফিল ও প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত হয়।
ওই দিন বাদ মাগরিব থেকে কোরআন তিলাওয়াত ও না’ত শরীফ পাঠের মাধ্যমে মাহফিল শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার সভাপতি শেখ আব্দুর রহীম মাহমুদ। বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার সিনিয়র সহসভাপতি সৈয়দ হেলাল মাহমুদ, মহাসচিব হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী, মুহাম্মদ নাদের, আবুল কাশেম ভূঁইয়া, মাহফুজুল বারী, ওমর ফারুক, নাজমুল গনী, মুতাসিম বিল্লাহ দুলাল, বাবুল মিয়া ভূঁইয়া প্রমুখ।
বক্তারা ২০১৪ সালে নুরুল ইসলাম ফারুকীর হত্যার কথা উল্লেখ করে বলেন, ২ আগস্ট হাজীগঞ্জ চাঁদপুরে দুষ্কৃতিকারী কর্তৃক শায়েখ আল্লামা আবু সুফিয়ান আল কাদেরীর ওপর হামলা করা হয়। এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে তড়িৎ বিচারের দাবি জানান বক্তারা। আলেমদের নিরাপত্তার জন্য প্রয়োজনে বিশেষ সরকারি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তাঁরা। পরে জিকির, সালাতু সালাম, কিয়াম, খতমে গাউসিয়া, শাজারায়ে কাদেরিয়া আলিয়া পাঠের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে শাহাদত মাহফিল ও প্রতিবাদ সভা সমাপ্ত হয়।
উল্লেখ্য, ২০১৪ সালে শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী ও আল্লামা আবু সুফিয়ান আল্ কাদেরী ধর্মীয় সফরে আমেরিকায় এলে তাঁরা সর্বপ্রথম আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ গঠনের প্রচেষ্টা করেন। এ কারণে সংগঠনটি এ দুজনের প্রতি কৃতজ্ঞ।