পপুলার ভোটে ট্রাম্প ৫২ শতাংশ, কমলা ৪৭ শতাংশ

ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসফাইল ছবি: ফেসবুক থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা এখনো বাকি। তবে প্রয়োজনীয় ২৭০টির বেশি ইলেকটোরাল ভোট পাওয়ায় বিজয় নিশ্চিত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের চেয়ে ট্রাম্প ৪৭ লাখের বেশি পপুলার ভোট পেয়েছেন।

বিবিসির প্রতিবেদনের হালনাগাদ তথ্য, বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত মোট ৪৭টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসির ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফল এখনো আসেনি অ্যারিজোনা, নেভাদা ও মেইন অঙ্গরাজ্যের। তাতে দেখা যায়, ট্রাম্প ২৯৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। কমলা পেয়েছেন ২২৩টি।

ট্রাম্প ৭ কোটি ২৩ লাখ (গণনা হওয়া ভোটের ৫১ দশমিক ৮ শতাংশ), কমলা ৬ কোটি ৭৬ লাখ (৪৭ দশমিক ৫ শতাংশ) ভোট পেয়েছেন। জনপ্রিয় (পপুলার) ভোট, অর্থাৎ ভোটারদের প্রত্যক্ষ ভোটে ট্রাম্পের সঙ্গে কমলার ব্যবধান ছিল ৪৭ লাখের মতো।

প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস। ট্রাম্পকে ফোন করে তিনি এই অভিনন্দন জানান।

ডোনাল্ড ট্রাম্প আগামী বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন।