দ্বিতীয় বিতর্কের জন্য চাপ দিচ্ছেন কমলা, ট্রাম্পের না
আগামী মাসে দ্বিতীয় আরেকটি নির্বাচনী বিতর্ক আয়োজনের জন্য চাপ দিচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। আগাম ভোট শুরু হয়ে যাওয়ার কথা বলে বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কমলা বলেন, ‘এই নির্বাচন সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। জয়-পরাজয়ের ব্যবধান সামান্যই হবে।’
গতকাল রোববার কমলা তাঁর প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে আগামী ২৩ অক্টোবরের বিতর্কের প্রস্তাব গ্রহণ করার তাগাদা দেন। ১০ সেপ্টেম্বর এবিসির আয়োজনে প্রথমবার নির্বাচনী বিতর্কে মুখোমুখি হয়েছিলেন কমলা ও ট্রাম্প। সেই বিতর্কের পর সিএনএন থেকে ২৩ অক্টোবর আরেকটি টেলিভিশন বিতর্ক আয়োজনের প্রস্তাব দেওয়া হয়।
নিউইয়র্ক সিটিতে রোববার কমলার নির্বাচনী তহবিল সংগ্রহের সমাবেশ ছিল। সেই সমাবেশে কমলা বলেন, ‘তাঁর (ট্রাম্পের) রাজি হওয়া উচিত। কারণ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে নির্বাচনের দিনের আগে আমেরিকার জনগণ ও ভোটারদের সঙ্গে আরেকবার মুখোমুখি হওয়া আমাদের দায়িত্ব। আমাদের আরেকটি বিতর্ক করা উচিত। আমার প্রতিদ্বন্দ্বী তা এড়িয়ে যাওয়ার কারণ খুঁজছেন।’
কমলার এই বক্তব্যের আগের দিন শনিবার নর্থ ক্যারোলাইনায় এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেছিলেন, ‘আরেকটি বিতর্ক আয়োজনের সমস্যা হলো, অনেক দেরি হয়ে গেছে। ভোট গ্রহণ শুরু হয়ে গেছে।’
যুক্তরাষ্ট্রে কয়েকটি অঙ্গরাজ্যে আগাম ভোট গ্রহণ শুরু হয়ে গেছে, রোববার কমলা সেটা স্বীকারও করে নিয়েছেন। তবে তিনি এও উল্লেখ করেছেন, হাড্ডাহাড্ডি এই নির্বাচনে ভোট গ্রহণের দিন আসতে এখনো এক মাসের বেশি সময় বাকি আছে।