বিজয়ী ট্রাম্পকে অভিনন্দন জানালেন কমলা

ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসফাইল ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস। স্থানীয় সময় বুধবার ফোনে ট্রাম্পকে অভিনন্দন জানান ডেমোক্রেটিক পার্টির কমলা। তাঁর একজন জ্যেষ্ঠ সহযোগী এ তথ্য জানিয়েছেন।

কমলা হ্যারিসের ওই সহযোগী বলেন, ফোনকলে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তরের গুরুত্বের ওপর জোর দেন কমলা। একই সঙ্গে তিনি ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের সব নাগরিকের জন্য প্রেসিডেন্ট হওয়ার আহ্বান জানান। ওই সহযোগী এটাও নিশ্চিত করেন—বুধবারই ওয়াশিংটনে ভাষণ দেবেন কমলা।
মঙ্গলবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রজুড়ে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে ২৭০ ভোট পেলে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন একজন প্রার্থী। ট্রাম্প এরই মধ্যে ২৯৪টি ভোট পেয়েছেন। কমলা পেয়েছেন ২২৩টি। এখনো তিনটি অঙ্গরাজ্যে ফল ঘোষণা বাকি।

আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প। এর মধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় দেড় শ বছর আগের এক ইতিহাসের পুনরাবৃত্তি হলো। ১৮৮৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড চার বছর ক্ষমতায় থাকার পর পরাজিত হন। ঠিক চার বছর পর ১৮৯২ সালে আবার প্রেসিডেন্ট হন তিনি। ট্রাম্পও ২০১৬ সালে

আরও পড়ুন

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট হন। পরে ২০২০ সালে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হারেন তিনি। তারপর ২০২৪ সালের নির্বাচনে জিতলেন তিনি।

আরও পড়ুন
আরও পড়ুন