তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ম্যাকার্থি বৈঠক করলে সম্পর্কের আরও অবনতি হবে: চীন
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করলে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের আরও অবনতি হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। আগামীকাল বুধবার যুক্তরাষ্ট্র সফররত তাওয়ান প্রেসিডেন্টের সঙ্গে কেভিন ম্যাকার্থির বৈঠক করার কথা রয়েছে।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের চীনা কনস্যুলেটের এক মুখপাত্র এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিবৃতিতে বলা হয়, সাই ইং-ওয়েনের সঙ্গে কেভিন ম্যাকার্থির বৈঠক হলে চীনের ১৪০ কোটি মানুষের জাতীয় আবেগে প্রচণ্ড আঘাত লাগবে। ফলে এই বৈঠকের মাধ্যমে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে খাটো করা হবে।
স্পিকার কেভিন ম্যাকার্থি ক্যালিফার্নিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন বলে আবারও নিশ্চিত করেছেন। একে চীন ‘আগুন নিয়ে খেলার’ শামিল বলে সতর্কতা উচ্চারণ করলেও তাতে কান দিচ্ছে না যুক্তরাষ্ট্র।
মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা থেকে ফেরার পথে আগামীকাল বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যাত্রাবিরতি করবেন সাই। সেখানেই তাঁর সঙ্গে বৈঠক করবেন ম্যাকার্থি।
সাইয়ের সঙ্গে হতে যাওয়া বৈঠক নিয়ে গতকাল সোমবার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ম্যাকার্থির কার্যালয়। এতে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস থেকে খানিকটা দূরে রোনাল্ড রিগ্যান প্রেসিডেনশিয়াল লাইব্রেরিতে সাইয়ের সঙ্গে ‘দ্বিপক্ষীয়’ বৈঠক করবেন স্পিকার ম্যাকার্থি।
গত আগস্টে চীনের তীব্র আপত্তি সত্ত্বেও তাইওয়ান সফরে যান প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। এখন তাঁর পথেই হাঁটছেন ম্যাকার্থি। ন্যান্সির সফরের পর তাইওয়ানকে শিক্ষা দিতে দ্বীপরাষ্ট্রটিকে ঘিরে ব্যাপক সামরিক মহড়া চালিয়েছিল চীন। ‘এক চীন’ নীতি অনুযায়ী তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। অন্যদিকে, তাইওয়ান নিজেদের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র মনে করে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স সু সুয়েইয়ান সতর্ক করে বলেন, সাই ও ম্যাকার্থির মধ্যে কোনো বৈঠক হলে ওয়াশিংটন ‘গুরুতর’ প্রতিক্রিয়ার মুখে পড়তে পারে। তবে বেইজিংয়ের এমন হুঁশিয়ারির জবাবে চীনকে অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
তাইওয়ান প্রশ্নে ‘আগুন নিয়ে খেলার’ চেষ্টা না করতে আবারও ওয়াশিংটনকে অনুরোধ করেন সু সুয়েইয়ান। এ সময় তিনি গত বছর ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের দিকে ইঙ্গিত করেন।