মেলোনিকে ‘চমৎকার’ বললেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ও জর্জিয়া মেলোনি। ৪ জানুয়ারি, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগোয়ছবি: রয়টার্স

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় মেলোনিকে তিনি ‘একজন চমৎকার নারী’ বলে মন্তব্য করেছেন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে ট্রাম্পের মার-এ-লাগো গলফ রিসোর্টে সাক্ষাৎ হয় দুই নেতার। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর বেশ কয়েকজন বিশ্বনেতা মার-এ-লাগোয় গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন। এ তালিকায় সবশেষ নাম মেলোনির।

মার-এ-লাগোয় সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘এটা খুবই রোমাঞ্চকর। আমি এখানে একজন চমৎকার নারীর সঙ্গে আছি, তিনি ইতালির প্রধানমন্ত্রী। তিনি সত্যিই ইউরোপে ঝড় তুলেছেন।’

ডানপন্থী রাজনৈতিক দল ব্রাদার্স অব ইতালি পার্টির নেতা মেলোনি। ২০২২ সালের অক্টোবরে তিনি সরকারপ্রধানের দায়িত্ব নেন। ট্রাম্পের হবু প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে মেলোনির। বিশেষ করে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ধনকুবের ইলন মাস্কের সঙ্গে।

ইউরোপীয় বৃহৎ শক্তি ফ্রান্স ও জার্মানির রাজনীতি টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতেও ইতালিতে মেলোনি একটি স্থিতিশীল জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন। রক্ষণশীল হওয়ায় স্বাভাবিকভাবেই মেলোনি হবু মার্কিন নেতা ট্রাম্পের বন্ধু হয়ে উঠেছেন। ২০ জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প।

আরও পড়ুন
আরও পড়ুন

ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি পোস্ট করেন মেলোনি। ক্যাপশনে লেখেন, ‘ট্রাম্পের সঙ্গে দারুণ একটি সন্ধ্যা। স্বাগত জানানোর জন্য তাঁকে ধন্যবাদ। একসঙ্গে কাজ করতে প্রস্তুত আছি।’

তবে ট্রাম্প ও মেলোনি কী বিষয়ে আলোচনা করেছেন, সেসব কোনো পক্ষ থেকেই জানানো হয়নি। এ বিষয়ে জানার জন্য সিএনএনের পক্ষ থেকে মেলোনির দপ্তর ও ট্রাম্পের ক্ষমতা গ্রহণের তদারকি দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

আরও পড়ুন