২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

এবার আমরা ট্রাম্পের বিজয় নিশ্চিত করব: স্টিভ ব্যানন

স্টিভ ব্যানন। নিউইয়র্ক সিটিতে এক সংবাদ সম্মেলনে, ২৯ অক্টোবর ২০২৪ছবি : রয়টার্স

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে হোয়াইট হাউসের প্রধান কৌশলবিদের দায়িত্ব পালন করা স্টিভ ব্যানন বলেছেন, এবার ২০২০ সালের মতো হবে না। এবার তাঁরা ট্রাম্পের বিজয় নিশ্চিত করবেন।

যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজকে দেশটির স্থানীয় সময় মঙ্গলবার সকালে দেওয়া এক সাক্ষাৎকারে স্টিভ ব্যানন এ কথা বলেন। তিনি জানান, তাঁরা আজ রাতে ওয়াশিংটন ডিসির পাঁচ তারকা হোটেল উইলার্ডে বসে নির্বাচনের ফল দেখবেন। হোটেলটির একটি ব্লক পরেই হোয়াইট হাউসের অবস্থান।

২০২০ সালের নির্বাচনের ফল পরিবর্তনের জন্য চেষ্টা করেছিলেন ট্রাম্প। এই চেষ্টার অংশ হিসেবে ২০২১ সালের ৬ জানুয়ারি জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ঘোষণার দিন মার্কিন কংগ্রেস ভবনে হামলা চালিয়েছিলেন ট্রাম্প সমর্থকেরা। এই ঘটনার আগের দিন ৫ জানুয়ারি উইলার্ড হোটেলে স্টিভ ব্যাননসহ ট্রাম্পের শীর্ষ অনুসারীদের অনেকে অবস্থান নিয়েছিলেন।

তখন স্টিভ ব্যানন ও ট্রাম্পের অন্য মিত্ররা উইলার্ড হোটেলকে নিজেদের অস্থায়ী প্রধান কার্যালয় বানিয়েছিলেন। সেখানে অবস্থান করে তাঁরা ট্রাম্প সমর্থকদের ওপর চাপ তৈরি করেছিলেন, যাতে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ঘোষণার অনুষ্ঠান বন্ধ করা যায়।

ব্যানন চার মাস কারাগারে থাকার পর এক সপ্তাহ আগে মুক্তি পেয়েছেন। মার্কিন কংগ্রেসকে অবমাননা করার কারণে তাঁর কারাদণ্ড হয়েছিল।

কারাগার থেকে মুক্ত হয়ে ব্যানন ২০২১ সালের মতো সেই হোটেলে বসে আবারও ৬ জানুয়ারির পুনরাবৃত্তি করার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে এবারের নির্বাচনী ফলকে চ্যালেঞ্জ করার জন্য এরই মধ্যে আইনি, রাজনৈতিক ও সাংবিধানিক কিছু কাজ এগিয়ে রেখেছে ট্রাম্প শিবির।