মার্কিন মেজর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে রাশিয়ার জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগ
যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার একজন চিকিৎসক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে রুশ সরকারের কাছে তথ্য পাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এই মেজরের স্ত্রীও একজন বেসামরিক চিকিৎসক। খবর বিবিসি ও রয়টার্সের।
একটি সামরিক হাসপাতালের রোগীদের গোপনীয় তথ্য পাচারের পরিকল্পনার দায়ে জেমি লি হেনরি ও আনা গ্যাব্রিলিয়ানকে অভিযুক্ত করা হয়েছে।
দাবি করা হচ্ছে, এই দম্পতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) একজন গুপ্তচরের কাছে বলেছিলেন যে তাঁরা রাশিয়ার জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছেন।
তবে মামলার বিষয়ে এই দম্পতির প্রতিনিধিরা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকেও কিছু বলা হয়নি।
মেরিল্যান্ডের বাল্টিমোরের একটি আদালতে দাখিল করা অভিযোগপত্রে এই দম্পতির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং শনাক্তযোগ্য স্বাস্থ্য তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের পর অভিযোগটি প্রকাশ করা হয়।
সরকারি কৌঁসুলিরা বলছেন, মার্কিন সরকার ও সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্বাস্থ্যগত অবস্থার বিষয়ে বিশদভাবে জানতে রুশ সরকারকে সহযোগিতা করতে চেয়েছিলেন এই দম্পতি।
অভিযোগপত্রে বলা হয়, মেজর হেনরি (৩৯) ফোর্ট ব্র্যাগের হাসপাতাল থেকে ব্যক্তিগত স্বাস্থ্য–সম্পর্কিত নথিপত্র পেতে তাঁর নিরাপত্তা পাস ব্যবহার করার পরিকল্পনা করেছিলেন। যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ এই সামরিক ঘাঁটিতে তিনি কর্মরত ছিলেন।
গ্যাব্রিলিয়ানও (৩৬) তাঁর কর্মস্থল থেকে পাওয়া তথ্য পাচারের পরিকল্পনা করছিলেন বলে অভিযোগপত্রে বলা হয়। তিনি বাল্টিমোরের জনস হপকিন্স হসপিটালে কাজ করতেন বলে মনে করা হচ্ছে।
কয়েক মাস আগে গ্যাব্রিলিয়ান ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাসকে সহযোগিতার প্রস্তাব দিয়েছিলেন বলেও অভিযোগ আনা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার পর তিনি এ প্রস্তাব দিয়েছিলেন।
গত আগস্টের মাঝামাঝি রুশ দূতাবাসে কাজ করেন দাবি করে এক ব্যক্তি গ্যাব্রিলিয়ানের সঙ্গে যোগাযোগ করেছিলেন। মূলত তিনি এফবিআইয়ের একজন সদস্য ছিলেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাল্টিমোরের একটি হোটেলে ১৭ আগস্ট এক বৈঠকে গ্যাব্রিলিয়ান এফবিআইয়ের ওই গুপ্তচরকে বলেন, রাশিয়াকে যেকোনো ধরনের সহায়তা দিতে তিনি রাশিয়ার প্রতি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছেন। এমনকি এতে যদি তাঁকে চাকরিচ্যুত হতে হয় কিংবা কারাগারেও যেতে হয়।
ওই বৈঠকে তিনি তাঁর স্বামী হেনরিকেও নিজ থেকে এই পরিকল্পনায় যুক্ত করার কথা জানান। তিনি বলেন, হেনরির কাছে অন্যান্য বিষয়ের মধ্যে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেওয়া সামরিক প্রশিক্ষণের তথ্য আছে।
ওই দিনের পর আরেক বৈঠকে হেনরি এফবিআইয়ের ওই সদস্যকে বলেছিলেন, তিনিও রাশিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এও বলেছিলেন যে তিনি এমনকি রুশ সেনাবাহিনীতে যোগদানের জন্য স্বেচ্ছাসেবক হওয়ার কথাও ভেবেছিলেন।
দোষীসাব্যস্ত হলে ষড়যন্ত্রের জন্য আসামিদের সর্বোচ্চ পাঁচ বছর কারাভোগ করতে হবে। আর স্বাস্থ্যগত তথ্য ফাঁসের প্রতিটি অভিযোগের জন্য ১০ বছর করে সাজা হতে পারে।
সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে ২০১৫ সালে নাম ও লিঙ্গ পরিবর্তনের অনুমতি দেওয়ার পর মেজর হেনরি ছিলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কর্মরত রূপান্তরকামী প্রথম সেনা কর্মকর্তা। একই বছর এই দম্পতি বিয়ে করেছিলেন। রয়টার্সের প্রতিবেদনে হেনরিকে সাবেক মেজর হিসেবে উল্লেখ করা হয়েছে।