মেক্সিকোয় অপহৃত দুই মার্কিনির মৃত্যু, দুজনকে জীবিত উদ্ধার

৩ মার্চ মেক্সিকোয় গুলি ছুড়ে চার মার্কিন নাগরিককে অপহরণ করেছিলেন অজ্ঞাতপরিচয়ের বন্দুকধারীরা
ছবি: এএফপি

মেক্সিকোয় গত সপ্তাহে অপহৃত চার মার্কিনের মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁরা যুক্তরাষ্ট্রে ফিরেছেন। মেক্সিকান ও মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

৩ মার্চ মেক্সিকোয় গুলি ছুড়ে চার মার্কিন নাগরিককে অপহরণ করেন অজ্ঞাতপরিচয়ের বন্দুকধারীরা। চার মার্কিন নাগরিক গাড়ি চালিয়ে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় তামাউলিপাসের মাতামোরোস শহরে গিয়েছিলেন।

স্বজনেরা মার্কিন গণমাধ্যমকে জানান, ভুক্তভোগী ব্যক্তিরা কসমেটিক সার্জারির জন্য মেক্সিকোয় গিয়েছিলেন।

অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মেক্সিকোর কর্তৃপক্ষ। তাঁর নাম জোস। বয়স ২৪ বছর।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, ‘এই হামলায় নিহত ব্যক্তিদের পরিবার ও বন্ধুদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।’

মেক্সিকোর তামাউলিপাসের অ্যাটর্নি জেনারেল আরভিং ব্যারিওস মোজিকা এক টুইট বার্তায় বলেন, জীবিত উদ্ধার দুই ব্যক্তিকে মার্কিন কনস্যুলেটের সহযোগিতায় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) নিশ্চিত করেছে, দুই মার্কিনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বেঁচে থাকা বাকি দুজনকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে। চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজন বন্দুকধারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন।

এফবিআইয়ের বিবৃতিতে বলা হয়, এই ভয়ংকর ও সহিংস হামলায় জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে তারা আন্তর্জাতিক অংশীদারসহ অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করবে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সীমান্তের ওপারে মেক্সিকোর মাতামোরোস শহরটি অবস্থিত। শহরটিতে মাদক পাচারসহ বিভিন্ন অপরাধের জেরে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে।

আরও পড়ুন