যুক্তরাষ্ট্রের মন্টানায় গরম পানি ছুড়লে মুহূর্তেই হচ্ছে তুষার
তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তুষারঝড়সম্পর্কিত বিভিন্ন ঘটনায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির মন্টানা অঙ্গরাজ্যের অবস্থা এতটাই হিমশীতল যে, বাতাসে গরম পানি ছুড়লে মুহূর্তেই সেটা তুষারে পরিণত হয়ে যাচ্ছে। খবর বিবিসির।
একটি টুইট ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বাতাসে গরম পানি ছুড়ছেন। আর মুহূর্তেই সেটা তুষারে পরিণত হচ্ছে।
উত্তর আমেরিকাজুড়ে তুষারঝড় পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। এতে যুক্তরাষ্ট্র ও কানাডার বিশাল অংশজুড়ে তাপমাত্রা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।
মন্টানা অঙ্গরাজ্যের এলক পার্কে তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছে। মিশিগানের হেল শহর কয়েক ইঞ্চি তুষারে ঢাকা পড়েছে। গতকাল শুক্রবার রাতে সেখানে তাপমাত্রা ছিল মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস।
হেল শহরের একটি সেলুনের কর্মী এমিলি বিবিসিকে বলেন, ‘এখানে বেশ ঠান্ডা। আমরা যেন নরকে সময় কাটাচ্ছি।’
প্রবল তুষারঝড়ের কবলে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রায় ২০ কোটি মানুষ। ঝড়সম্পর্কিত বিভিন্ন কারণে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। সাপ্তাহিক ছুটির আগে দেশটিতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তুষারঝড়ের কারণে শুক্রবার ১৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন। উড়োজাহাজের আট হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ফ্লাইটঅ্যাওয়ার ওয়েবসাইট জানিয়েছে। এতে বড়দিনের ছুটিতে গন্তব্যে যেতে বিপাকে পড়েছেন যাত্রীরা।
সাউথ ডাকোটায় তুষারঝড়ে কাবু কিছু নেটিভ আমেরিকান জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর জামাকাপড় পুড়িয়ে ঘর গরম রাখার চেষ্টা করেন বলে খবর পাওয়া গেছে।
টেক্সাস থেকে মাইন অঙ্গরাজ্য পর্যন্ত ৩ হাজার ২০০ কিলোমিটারের বিশাল এলাকাজুড়ে এই তুষারঝড় চলছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলেছে, তাদের শুক্রবারের প্রকাশিত মানচিত্রে এ যাবৎকালের সবচেয়ে বিস্তৃত এলাকাজুড়ে আবহাওয়া সতর্কতা ও পরামর্শ দেওয়া হয়েছে।