২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে এ নিয়ে ৬ বার প্রতিনিধি নির্বাচিত বাংলাদেশি আবুল খান

বাংলাদেশি বংশোদ্ভূত আবুল বি খান। এ নিয়ে ছয়বার আইনসভার সদস্য নির্বাচিত হলেন তিনিছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের আইনসভার সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আবুল বি খান। এ নিয়ে ছয়বার আইনসভার সদস্য নির্বাচিত হলেন তিনি।

রকিংহাম ডিস্ট্রিক্ট-৩০–এ রিপাবলিকান পার্টির হয়ে প্রতিবারের মতো এবারও সর্বোচ্চ ভোট পেয়ে দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন আবুল খান। নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ৪০০ জনপ্রতিনিধির মধ্যে তিনি অন্যতম।

নির্বাচনের নিয়ম অনুযায়ী চারজন প্রার্থীর মধ্যে যে দুজন সর্বোচ্চ ভোট পাবেন, তাঁরাই জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হবেন। পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার সন্তান আবুল খান ২ হাজার ৯৩৯ ভোট পেয়ে সর্বোচ্চ স্থানে আছেন। এরপরেই আছেন রিপাবলিকান পার্টির ম্যাথ সাবিউরিন। তিনি পেয়েছেন ২ হাজার ১১৬ ভোট। নির্বাচনে পরাজিত ডেমোক্র্যাট প্রার্থী বব অল ব্রাইট পেয়েছেন ১ হাজার ৭২৬ ভোট এবং জাস্টিন জি প্যাকার্ড পেয়েছেন ১ হাজার ৪৯৬ ভোট।

আবুল বি খান প্রথম আলোকে বলেন, ‘আমি খুবই আপ্লুত। মানুষ আমাকে ছয়বারের মতো সর্বোচ্চ ভোটে নির্বাচিত করেছে। আমি রিপাবলিকান থেকে পাস করলেও এখন আমি সর্বস্তরের, সব দলের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করব। আমাদের সরকার সব সময়ই কর না বাড়ানোর পক্ষে। শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতির পক্ষে। আমরা সেই লক্ষ্যেই কাজ করব।

৪৪ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন আবুল বি খান। তিনি বাংলাদেশ প্রসঙ্গে বলেন, ‘গত তিন মাসে বাংলাদেশে সংখ্যালঘু জনগণের ওপর যে অত্যাচার ও অন্যায় হয়েছে তার জন্য আমাদের স্টেটে একটি বিল পাস করব। আমাদের রিপাবলিকান সরকারের মাধ্যমে জানতে চাইব তার প্রকৃত কারণ এবং উত্তরণের জন্য বাংলাদেশ সরকার কী ব্যবস্থা নিচ্ছে।’