২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সিনেট যাচ্ছে রিপাবলিকানদের দখলে

জয়ের আনন্দে রিপাবলিকান সমর্থকদের উল্লাসছবি: রয়টার্স

হোয়াইট হাউসের দৌড়ে যেমন এগিয়ে আছে রিপাবলিকান প্রার্থী, একইভাবে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ সিনেট এবং প্রতিনিধি পরিষদেও এগিয়ে গেছেন রিপাবলিকানরা।

যুক্তরাষ্ট্রে মঙ্গলবারের ভোটের পর বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৩০টি ইলেকটোরাল কলেজ ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে আছেন। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা ১৮২টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।

একই চিত্র দেখা যাচ্ছে সিনেট এবং প্রতিনিধি পরিষদের ভোটের ফলাফলেও। একজন প্রেসিডেন্ট নির্বাচন করার পাশাপাশি মঙ্গলবার মার্কিন ভোটাররা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটির প্রতিনিধি এবং ৩৪টি সিনেট আসনের সিনেটর নির্বাচন করতে ভোট দিয়েছেন।

সিনেটের যেসব আসনের ফলাফল এখন পর্যন্ত পাওয়া গেছে, তাতে রিপাবলিকানরা এরইমধ্যে ৫১টি আসন নিশ্চিত করে ফেলেছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। ডেমোক্র্যাটরা ৪২টি আসনের দখল পেয়েছেন।

মার্কিন সিনেটে আসন সংখ্যা ১০০। বর্তমান সিনেটে ডেমোক্রেটিক পার্টি সংখ্যাগরিষ্ঠ।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, প্রতিনিধি পরিষদে এখন পর্যন্ত রিপাবলিকানরা ১৭৮টি এবং ডেমোক্র্যাটরা ১৫০টি আসন নিশ্চিত করেছেন। বর্তমান প্রতিনিধি পরিষদে রিপাবলিকানেরা সংখ্যাগরিষ্ঠ।

আরও পড়ুন