ধনীরা সব সময় ধনী হতে থাকেন না। তাঁরা কখনো কখনো ‘গরিব’ হয়েও যেতে পারেন। ঠিক যেমনটা ঘটেছে যুক্তরাষ্ট্রের ধনীদের ক্ষেত্রে।
বিখ্যাত ফোর্বস সাময়িকীর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী ব্যক্তিরা এক বছর আগের চেয়ে এখন ‘দরিদ্র’। অর্থাৎ, এক বছরে তাঁদের মোট সম্পদ কমে গেছে।
ফোর্বস ৪১তম বারের মতো যুক্তরাষ্ট্রের ৪০০ শীর্ষ ধনীর একটি তালিকা প্রকাশ করেছে। সাময়িকীটি বলছে, একটি গোষ্ঠী (গ্রুপ) হিসেবে ফোর্বসের ৪০০ ধনী ব্যক্তির বর্তমান সম্পদের পরিমাণ ৪ ট্রিলিয়ন ডলার। গত বছরের তুলনায় এই সম্পদ ৫০০ বিলিয়ন কম।
ফোর্বস বলছে, একটি গোষ্ঠী হিসেবে, এ বছরের ফোর্বসের ৪০০ ধনী এক বছর আগের তুলনায় দরিদ্র। তাঁদের মোট সম্পদের পরিমাণ গত বছরের তুলনায় ১১ শতাংশ কম।
ফোর্বসের তথ্যমতে, এক বছরে সবচেয়ে বেশি সম্পদ কমেছে মার্কিন প্রযুক্তি খাতের ধনীদের। তাঁরা সম্মিলিতভাবে ৩১৫ বিলিয়ন ডলার হারিয়েছেন।
যুক্তরাষ্ট্র ক্রমবর্ধমান মূল্যস্ফীতি দেখছে। দেখছে শেয়ারবাজারের পতন। চলতি বছর দেশটির অর্থনীতি সংকুচিত হচ্ছে। অনেকের আশঙ্কা, মন্দার দিকে এগোচ্ছে মার্কিন অর্থনীতি। যার প্রভাব ধনীদের সম্পদে পড়েছে।
ফোর্বস বলছে, মহামন্দার পর এ বছরই প্রথম যুক্তরাষ্ট্রের অতি সম্পদশালী ব্যক্তিরা পূর্ববর্তী বছরের চেয়ে ধনী নন।
ফোর্বসের এই তালিকায় সবার ওপরে রয়েছেন ইলন মাস্ক। দ্বিতীয় জেফ বেজোস। তৃতীয় বিল গেটস।
তালিকায় শীর্ষ ১০ জনের মধ্যে নেই ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। বিপুল সম্পদ হারিয়ে তিনি শীর্ষ ১০ থেকে ছিটকে পড়েছেন। তালিকায় তাঁর অবস্থান ১১তম।