হোয়াইট হাউসে বসে ফল দেখবেন জো বাইডেন

জো বাইডেনফাইল ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে নির্বাচনী ফল দেখবেন। তাঁর সঙ্গে থাকবেন ফার্স্ট লেডি জিল বাইডেনসহ হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা। মার্কিন গণমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। গুরুত্বপূর্ণ সাত দোদুল্যমান অঙ্গরাজ্যের মধ্যে সর্বশেষ হিসাবে নেভাদায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এ ছাড়া ডেমোক্র্যাটদের ঘাঁটি বলে পরিচিত ৫৪ ইলেকটোরাল কলেজ ভোটের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াতেও ভোট গ্রহণ শুরু হয়েছে। এর বাইরে অরেগন ও ওয়াশিংটনেও ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। এর অর্থ, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের সবখানেই ভোটাররা ভোট দিতে হাজির হয়ে গেছেন। সর্বশেষ অঙ্গরাজ্য হিসেবে হাওয়াই ও আলাস্কায় কয়েক ঘণ্টার মধ্যে ভোট গ্রহণ শুরু হবে।

ভোট গ্রহণ শেষ হলে ফলাফলের জন্য অপেক্ষা করবেন সবাই। এর মধ্যে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটের দিন কী করছেন, এ সম্পর্কে তথ্য সামনে এসেছে। দিনের শুরুতে মিশিগানে ছিলেন ট্রাম্প। এরপর তিনি কাটাবেন ফ্লোরিডায়। সেখানেই তিনি ভোট দেবেন। ভোটের পর পাম বিচে যাবেন তিনি।

এদিকে নির্বাচনের রাত ওয়াশিংটনে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে কমলা হ্যারিসের। এর বাইরে নির্বাচনের দিন তাঁর অন্য কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি।