ট্রাম্পের সঙ্গে অর্থের জন্য সম্পর্কে জড়াইনি, আদালতে স্টর্মি ড্যানিয়েলস
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন বলে আবারও আদালতকে জানালেন সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস।
তবে নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে দ্বিতীয় দিনের সওয়াল–জবাবে স্টর্মি ড্যানিয়েলস অর্থের জন্য ট্রাম্পের সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগ অস্বীকার করেন।
ম্যানহাটনের আদালতে এদিন স্টর্মিকে প্রশ্ন করেন ট্রাম্পের আইনজীবীরা। তাঁরা অভিযোগ তোলেন, অর্থের জন্যই তিনি ট্রাম্পের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। জবাবে স্টর্মি এমন অভিযোগ খারিজ করে বলেন, ট্রাম্পের সঙ্গে অর্থের জন্য সম্পর্কে জড়াইনি।
আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় ট্রাম্পের আইনজীবী সুসান নেচেলেস সরাসরি প্রশ্ন করেন, তাহলে ২০১৬ সালের নির্বাচনের আগেই কেন এ ঘটনার কথা সংবাদমাধ্যমকে জানাননি? এর জবাবে স্টর্মি বলেন, ‘তখন আমার হাতে আর সময় ছিল না।’
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তাঁর যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়া হয়েছিল স্টর্মিকে। ব্যবসায়িক রেকর্ডে এ তথ্য গোপন করেছিলেন ট্রাম্প।
ব্যবসায়িক তথ্য নিয়ে জালিয়াতি করার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছে। মুখ বন্ধ রাখতে স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার অর্থ দেওয়ার চেষ্টার অভিযোগ প্রকাশ্যে আসার পর এসব অভিযোগ আনা হয়।
ট্রাম্প নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, স্টর্মির সঙ্গে তাঁর কোনো যৌন সম্পর্ক হয়নি।
তবে ট্রাম্প স্বীকার করেছেন, স্টর্মি যা বলে বেড়াচ্ছিলেন, তা থেকে থামাতে তাঁর (ট্রাম্পের) সাবেক আইনজীবী মাইকেল কোহেন তাঁকে (স্টর্মি) অর্থ দিয়েছিলেন।
ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রথম কোনো প্রেসিডেন্ট, যাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচার চলছে।