গণতন্ত্র ও অর্থনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ভোটাররা

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোর একটি কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটারেরা। ৫ নভেম্বর, ২০২৪ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বুথফেরত জরিপের প্রথম দফার ফল পাওয়া গেছে। তাতে দেখা গেছে, ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটাররা গণতন্ত্রের অবস্থাকে প্রথম বিষয় হিসেবে বিবেচনায় নিয়েছেন।

জরিপে মতামত দেওয়া মোট ভোটারের প্রায় এক-তৃতীয়াংশ বলেছেন, গণতন্ত্রই তাঁদের কাছে প্রধান বিবেচ্য। এরপর এসেছে দেশের অর্থনৈতিক অবস্থা। প্রতি ১০ জন ভোটারের মধ্যে ৩ জন অর্থনীতির কথা বলেছেন।

এরপর গর্ভপাত ও অভিবাসনের প্রসঙ্গ এসেছে। সবচেয়ে কম ভোটার বলেছেন পররাষ্ট্রনীতির কথা।

এর আগে ২০০৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের কাছে প্রার্থী বেছে নেওয়ার ক্ষেত্রে অর্থনীতি সবচেয়ে বড় বিষয় ছিল। বুথফেরত জরিপগুলোতেও সেই চিত্র দেখা গিয়েছিল।

যুক্তরাষ্ট্রে বিবিসির সংবাদ সহযোগী প্রতিষ্ঠান সিবিএসের করা এই জরিপে অংশগ্রহণকারীদের ৩৫ শতাংশ প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গণতন্ত্রকে গুরুত্ব দিয়েছেন। অর্থনীতিকে প্রধান বিষয় হিসেবে বিবেচনায় নিয়েছেন ৩১ শতাংশ ভোটার। গর্ভপাতকে গুরুত্ব দিয়েছেন ১৪ শতাংশ এবং অভিবাসনকে গুরুত্ব দিয়েছেন ১১ শতাংশ ভোটার। সবচেয়ে কম ৪ শতাংশ ভোটার বলেছেন পররাষ্ট্রনীতির কথা।