অ্যাসাঞ্জ গুরুতর অপরাধ করেননি, বাইডেনকে মেক্সিকোর প্রেসিডেন্ট
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ গুরুতর কোনো অপরাধ করেননি বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজ ওব্রাদর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের সময় তিনি তাঁর কাছে এই মনোভাবের কথা বলেন বলে গতকাল সোমবার জানান।
মেক্সিকোর প্রেসিডেন্ট গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বাইডেনের সঙ্গে বৈঠক করেন। লোপেজ ওব্রাদর আবারও অ্যাসাঞ্জকে আশ্রয় দেওয়ার প্রস্তাব দেন।
অ্যাসাঞ্জ বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনের একটি কারাগারে বন্দী। গুপ্তচরবৃত্তির অভিযোগে করা মামলায় তাঁকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার তোড়জোড় শুরু করেছে যুক্তরাজ্য সরকার।
সোমবার সাংবাদিকদের মেক্সিকোর বামপন্থী প্রেসিডেন্ট বলেন, গত সপ্তাহে ওয়াশিংটন সফরের সময় বাইডেনকে তিনি একটি চিঠি হস্তান্তর করেন। সেখানে বিস্তারিত উল্লেখ রয়েছে যে অ্যাসাঞ্জ কোনো গুরুতর অপরাধ করেননি। তিনি আরও বলেন, তিনি (অ্যাসাঞ্জ) কারোর মৃত্যুর কারণ নন। তিনি কোনো মানবাধিকার লঙ্ঘনও করেননি। তিনি তাঁর স্বাধীনতার চর্চা করেছেন।
২০১০ সালে যুক্তরাষ্ট্রের অতিসংবেদনশীল সামরিক ও কূটনৈতিক নথি প্রকাশ করায় অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের আদালতে দোষী সাব্যস্ত হলে তাঁর ১৭৫ বছরের কারাদণ্ড হতে পারে। সারা বিশ্বের অতি গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করে দেওয়ার মাধ্যম সাড়া ফেলেন অ্যাসাঞ্জ।