বিবাহবার্ষিকীতেই মনোনয়ন নিলেন কমলা, নামের সঠিক উচ্চারণ শেখানো হলো মঞ্চে
যুক্তরাষ্ট্রের শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে কমলা হ্যারিস আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে দলের মনোনয়ন নিয়েছেন। কমলা তাঁর বক্তব্যে ঐক্যের বার্তা দিয়েছেন।
কমলার আজ দশম বিবাহবার্ষিকী। এই দিনটিতেই কমলা মনোনয়ন নিলেন। বক্তব্যের আগে মঞ্চে উপস্থিত হন কমলার স্বজনেরা। তাঁর ভাতিজির দুই সন্তান কমলার নামের সঠিক উচ্চারণ শিখিয়েছেন দর্শক–শ্রোতাদের।
সম্মেলনস্থলের বাইরে বিক্ষোভ চলছে। গাজায় ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে বিরোধীরা সেখানে বিক্ষোভ করছেন। আরও বিক্ষোভ হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
ফিলিস্তিনের সমর্থনকারী প্রতিনিধিরা সম্মেলনস্থলের বাইরে অবস্থান নিয়েছেন। এদিকে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অ্যারিজোনায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন। কমলা হ্যারিসের বক্তব্যের সময়টায় তিনি তাঁর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেবেন বলে জানিয়েছেন।
মজার বিষয় হলো কমলার আজ দশম বিবাহবার্ষিকী। এ সপ্তাহের শুরুতে সেকেন্ড জেন্টেলম্যান ডগ এমহফ তাঁদের বিবাহবার্ষিকীর খবর প্রকাশ্যে এনেছেন। বিয়ের এক দশক পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একাধিক পোস্ট দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে ডগ এমহফ লিখেছেন, ‘বিয়ের ১০ বছর। চিরদিন একসঙ্গে থাকতে চাই। শুভ বিবাহবার্ষিকী। আমি তোমাকে ভালোবাসি।’ সেখানে দুজনের বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন এমহফ।
শিকাগোর সম্মেলনমঞ্চে এরই মধ্যে কমলা হ্যারিসের পরিবারের কয়েকজন সদস্যকে দেখা গেছে। তাঁদের মধ্যে কমলার ভাতিজি মিনা হ্যারিস, সৎকন্যা ইলা এমহফ ও পালিত কন্যা হেলেনা হুডলিন রয়েছে।
পরিবারের সদস্যরা তাঁদের জীবনে কমলা হ্যারিসের ইতিবাচক প্রভাবের কথা বলেছেন। দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলে কমলা একই রকম ইতিবাচক প্রভাব রাখবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন।
সম্মেলনমঞ্চে আরও একটি মজার ঘটনা ঘটেছে। কমলার হ্যারিসের ভাতিজির দুই সন্তান তাঁর নামের উচ্চারণ শিখিয়েছেন সমবেত জনতাকে।
কমলার প্রতিদ্বন্দ্বী ট্রাম্প ও রিপাবলিকান পার্টির বেশ কয়েকজন বারবার কমলা হ্যারিসের নাম ভুলভাবে উচ্চারণ করেন। এর ব্যাখ্যায় বলা হয়েছে, ভুলবশত এমনটা করা হয়েছে, অশ্রদ্ধাবশত নয়। কমলার ভাতিজির দুই মেয়ে তাই সমবেত দর্শক–শ্রোতাকে কমলার নামের সঠিক উচ্চারণ শেখানোর চেষ্টা করেছেন।