সিরিয়াফেরত নারীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনল কানাডা

কানাডার পতাকাছবি: রয়টার্স

কানাডায় সিরিয়াফেরত এক নারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদসংশ্লিষ্ট অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। তারা বলেছে, ওই নারী জঙ্গিসংগঠন আইএসে যোগ দিতে সিরিয়া গিয়েছিলেন—এমন অভিযোগের ওপর তদন্তের পর তাঁর বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়েছে।

অটোয়া পুলিশ গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছে, সিরিয়াফেরত এ নারীর নাম কিমবার্লি পোম্যান (৫১)। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের কার্যকলাপে অংশ নিতে কানাডা ছেড়ে যাওয়া ও সন্ত্রাসী সংগঠনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ বলেছে, তদন্তের পর কিমবার্লির বিরুদ্ধে দণ্ডবিধির ৮৩ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, আইএসে যোগ দিতে ২০১৫ সালে কানাডা থেকে সিরিয়ায় পাড়ি জমান তিনি।
আরও পড়ুন

পুলিশ বলেছে, তদন্তের পর কিমবার্লির বিরুদ্ধে দণ্ডবিধির ৮৩ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, আইএসে যোগ দিতে ২০১৫ সালে কানাডা থেকে সিরিয়ায় পাড়ি জমান তিনি।

২০২২ সালে কিমবার্লি কানাডায় ফেরত আসেন। ওই সময় কিমবার্লির বিরুদ্ধে কোনো অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়নি বলে জানান তাঁর আইনজীবী।

আরও পড়ুন